সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। তবে সামান্য বাড়ল দৈনিক মৃত্যুও। চিন্তা বাড়িয়ে এদিনও রাজ্যে সংক্রমণের নিরিখে একনম্বরে দক্ষিণ ২৪ পরগনা। চিন্তা বাড়িয়েছে আরও তিন জেলা।
শনিবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, একদিনে রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। যা শুক্রবারের তুলনায় অনেকটা কম। শুক্রবার এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৫৮ জন। আবার বেড়েছে দৈনিক মৃত্যুও। শুক্রবার করোনায় রাজ্যে মৃত্যু হয়েছিল ৯ জনের। এদিন সেই সংখ্যা সামান্য বেড়ে দাঁড়াল ১০।
[আরও পড়ুন: Durga Puja 2021: এবার দেবীর আগমন ও গমনে কীসের ইঙ্গিত?]
করোনার তৃতীয় ঢেউ নিয়ে মাথাব্যথা বাড়ছে। সেই ঢেউ রুখতে মরিয়া প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর। এমন পরিস্থিতিতে চিন্তা বাড়িয়ে ফের বাড়ল সংক্রমণের হারও। এদিন রাজ্যের পজিটিভিটি রেট বা সংক্রমিতের হার দাঁড়িয়েছে ১.৭৩ শতাংশ। তবে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.১৯ শতাংশ।
এদিনের পরিসংখ্যান বলছে, সংক্রমণের নিরিখে রাজ্যে একননম্বরে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে এই জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ৮৯ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৮৪)। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা (৭০)। মাথাব্যথা বাড়িয়ে সংক্রমণের নিরিখে রাজ্যে চতুর্থ স্থানে রয়েছে দার্জিলিং (৬০)। সবমিলিয়ে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৪২ হাজার ৪২৫ জন। তাঁদের মধ্যে অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৫ লক্ষ ১৪ হাজার ৪৭৫ জন। ফলে রাজ্যে চিকিৎসাধীন বা অ্যাকটিভ (Active Case) কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৫৯৪ জন।
[আরও পড়ুন: উন্নয়নে সরকারের পাশে থাকার বার্তা! পশ্চিম মেদিনীপুরে ‘দুয়ারে সরকারের’ হেল্প ডেস্ক খুলল CPM]
এদিকে রাজ্যে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে শীর্ষে তিন জেলা। কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ২ জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। বাকিরা দার্জিলিং, কালিম্পং, নদিয়া এবং পশ্চিম বর্ধমানের বাসিন্দা। এদিন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৩৫৬ জন।
করোনার তৃতীয় ঢেউ রুখতে কোভিড পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৩৯ হাজার ১১৭ টি নমুনার পরীক্ষা হয়েছে। ফলে মোট পরীক্ষা হওয়া নমুনার সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৬৬ লক্ষ ২৫ হাজার ৫৭১ টি নমুনা পরীক্ষা হয়েছে।