shono
Advertisement

Breaking News

গাড়ি কেনার নামে পৌনে ২ কোটির ব্যাংক ঋণ নিয়ে চম্পট, লালবাজারের গোয়েন্দাদের জালে ৭

১৮টি গাড়ি কেনার নামে ঋণ নিয়েছিল প্রতারকরা।
Posted: 10:45 AM May 25, 2023Updated: 10:46 AM May 25, 2023

অর্ণব আইচ: ১৮টি গাড়ি কেনার নামে পৌনে দু’কোটির ঋণ নিয়ে বেপাত্তা প্রতারক চক্রের সদস্য়রা। কলকাতায় বিরাট জালিয়াতি চক্রের হদিশ। অবশেষে জালিয়াতি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দারা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন গাড়ি ডিলার সংস্থার নামে একাধিক ব‌্যাংকে অ‌্যাকউন্ট খোলে। এর পর গাড়ি ঋণ নেওয়ার নাম করে দক্ষিণ কলকাতার ভবানীপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব‌্যাংক থেকে ১৫টি, লোয়ার সার্কুলার রোড শাখা থেকে দু’টি, হাতিবাগানের ব্যাংক থেকে একটি গাড়ির ঋণ নেয় চক্রেরই একজন। এই ঋণের পরিমাণ ১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা। তার জন‌্য বহু ভুয়া নথি জমা দেয় জালিয়াতরা।

[আরও পড়ুন: ফিল্মি দুনিয়ায় ফের দুঃসংবাদ! হোটেলের ঘর থেকে মিলল পরিচালকের নিথর দেহ]

দুই অভিযুক্তর নামে গাড়ি ঋণ নেওয়া হয়। বাকি দু’জন তাদের পেতে সাহায‌্য করে। পৌনে দু’কোটি টাকা ঋণ নিয়ে উধাও হয়ে যায় অভিযুক্তরা। টাকা ফেরত না পেয়ে ব‌্যাংকের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ব‌্যাংক অ‌্যাকাউন্টের সূত্র ধরেই তদন্ত করে গোয়েন্দারা সাতজনকে ধরে ফেলেন। তাদের গ্রেপ্তার করে চক্রের বাকি সদস‌্যদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ইলিশ ১৬০০, খাসি ৮৫০, জামাইষষ্ঠীর সকালে পকেট ফাঁকা শ্বশুরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার