shono
Advertisement

দেশের এই সাত সেতু আপনাকে হাতছানি দেবেই!

শুধু কলকাতায় কেন, সারা বিশ্বে এমন অবাক করা নজর কাড়া দীর্ঘ সেতু রয়েছে৷ যা সড়ক পথে পরিবহণের উন্নতি ঘটিয়ে সড়ক পরিবহণে ভারতকে জগতসভার দ্বিতীয় স্থানে বসিয়েছে৷ The post দেশের এই সাত সেতু আপনাকে হাতছানি দেবেই! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:40 PM Jul 03, 2016Updated: 05:07 PM Feb 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা বললেই চোখের সামনে ভেসে ওঠে হাওড়া ব্রিজ আর দ্বিতীয় হুগলি বা বিদ্যাসাগর সেতু৷ গঙ্গার উপরে তৈরি সেতু দু’টি যেমন পর্যটকদের আকর্ষণ করে তেমনই এর মাধ্যমে উন্নত হয়ে উঠেছে শহরের যাতায়াত ব্যবস্থা৷ অনেক সহজে ও কম সময়ে এক জেলা থেকে এই সেতু মানুষকে অন্য জেলায় পৌঁছে দেয়৷ শুধু কলকাতায় কেন, সারা বিশ্বে এমন অবাক করা নজর কাড়া দীর্ঘ সেতু রয়েছে৷ যা সড়ক পথে পরিবহণের উন্নতি ঘটিয়ে সড়ক পরিবহণে ভারতকে জগতসভার দ্বিতীয় স্থানে বসিয়েছে৷ এমনই সব ব্রিজের সন্ধান রইল এই প্রতিবেদনে৷

Advertisement


১. মহাত্মা গান্ধী সেতু
নদীর উপর ভারতের দীর্ঘতম সড়ক ব্রিজটি গঙ্গার উপরেই অবস্থিত৷ সেতুটির দৈর্ঘ্য ৫.৫৭৫ কিমি৷ বিহারের পাটনা ও হাজিপুরকে জুড়েছে মহাত্মা গান্ধী ব্রিজ৷ বিশ্বের দীর্ঘ সিঙ্গল রিভার ব্রিজগুলির মধ্যে ভারতের এই সেতুটিও স্থান পেয়েছে৷


২. নর্মদা সেতু
নর্মদা নদীর বুকে এই সেতুটি গুজরাতের অন্যতম দীর্ঘ একটি সেতু৷ ব্রিজটি দেখতে অনেকটা ট্রেনের ব্রিজের মতো৷ কারণ এর চারদিকটা ঢাকা৷ আঙ্কলেশ্বরের সঙ্গে ভারুচকে যুক্ত করেছে এই সেতু৷ জনপ্রিয় এই সেতুটি গোল্ডেন ব্রিজ নামেও পরিচিত৷


৩. ইন্দিরা গান্ধী সেতু
পাম্বান ব্রিজটি সমুদ্রের উপর তৈরি দেশের সবচেয়ে পুরনো ব্রিজ৷ সমুদ্রের বুকে ভারতের দ্বিতীয় দীর্ঘ সেতু দেখতে ভিড় জমান পর্যটকরা৷ রামেশ্বরম দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত করে মুম্বইয়ের এই সেতু৷


৪. নৈনি সেতু
এক ঝলক দেখলে বিদ্যাসাগর সেতু বলে ভুল করতে পারেন৷ কিন্তু এটি দ্বিতীয় হুগলি ব্রিজ নয়৷ নদীটি গঙ্গাও নয়৷ যমুনা নদীর বুকে গড়ে উঠেছে নৈনি ব্রিজ৷ এলাহাবাদের সঙ্গে নৈনিকে যুক্ত করে পরিবহণ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে ব্রিজটি৷

৫. রাজীব গান্ধী সেতু
ট্রাফিক জ্যামের সমস্যা কমিয়ে মুম্বইকরদের মুখে হাসি ফুটিয়েছে এই সেতু৷ দীর্ঘ এই সেতুটি আটটি রাস্তাকে একসঙ্গে জুড়েছে৷ বান্দ্রা-ওরলি সেতুটি সমুদ্রের উপর তৈরি ভারতের সবচেয়ে বড় ব্রিজ৷ মুম্বইয়ের বিভিন্ন পর্যটন স্থানের মতো এই ব্রিজও ভ্রমণপ্রেমীদের নজর কাড়ে৷ গাড়িতে চেপে ব্রিজটি পেরনোর রোমাঞ্চ তাঁরা মিস করতে চান না৷


৬. ব্রহ্মপুত্র সেতু
দেখেই ছুটে যেতে ইচ্ছে করছে? করাটা অস্বাভাবিক নয়৷ পাহাড়ের কোল থেকে উঁকি দিচ্ছে সাদা মেঘ৷ আর তার ঠিক নিচ দিয়ে নদীর বুক চিরে গাড়ি চেপে কাজিরাঙা ন্যাশনাল পার্কের দিকে এগিয়ে যাওয়া৷ প্রকৃতিপ্রেমীদের কাছে এর চেয়ে লোভনীয় আর কী-ই হতে পারে! ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত ব্রিজটি অসমের দীর্ঘতম ব্রিজ৷


৭. জাদুকাটা সেতু
বিশ্বের সবচেয়ে সুন্দর ব্রিজগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে জাদুকাটা সেতু৷ নিচে গভীর খাদ৷ সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে কোনও স্তম্ভও নেই৷ সেই কারণেই মেঘালয়ের সড়ক পথের এই সেতুটি যেমন সুন্দর, তেমনই ভয়ংকর৷

The post দেশের এই সাত সেতু আপনাকে হাতছানি দেবেই! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement