সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার দুপুরে বেঙ্গালুরুর এক বহুতল আচমকা ভেঙে পড়ায় দুর্ঘটনার কবলে পড়লেন স্থানীয়রা৷ জানা গিয়েছে, বুধবার আচমকাই বেঙ্গালুরুর এইচএসআর থানা এলাকার কাছে ভেঙে পড়ে সাততলা একটি বিল্ডিং৷ সেই সময় ওই বহুতলে অনেকেই উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর৷
Advertisement
ঘটনার পর উদ্ধারকার্যে নামানো হয় ক্রেন৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷ তবে, ওই বহুতলের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের গুরুতর জখম হওয়ার সম্ভাবনা রয়েছে৷ স্থানীয় সূত্রের খবর, ওই বহুতলের নিচে আটকে রয়েছেন কমপক্ষে ২০ জন৷
The post বেঙ্গালুরুতে ভেঙে পড়ল বহুতল, জখম বহু appeared first on Sangbad Pratidin.