shono
Advertisement

Breaking News

Calcutta HC

বাম আমলে নিয়োগ দুর্নীতি! রিপোর্ট তলব হাই কোর্টের

২৭ জানুয়ারি জমা দিতে হবে রিপোর্ট।
Published By: Tiyasha SarkarPosted: 08:34 PM Jan 09, 2025Updated: 08:39 PM Jan 09, 2025

গোবিন্দ রায়: বাম আমলের প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাই কোর্টে। ২০০৯ সালে প্রাথমিক স্কুলে চাকরি পাওয়া শিক্ষকদের 'এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ' কার্ড যাচাই করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শিক্ষা দপ্তরের কমিশনারকে জমা দিতে হবে রিপোর্ট। 

Advertisement

বৃহস্পতিবার বাম আমলে নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলা ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আদালতের নির্দেশ, ২৭ জানুয়ারি শিক্ষা দপ্তরের কমিশনারকে রিপোর্ট জমা দিতে হবে। তার মধ্যেই কার্ড যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে। বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্যের বিভিন্ন জেলায় এক্সচেঞ্জের কার্ড জালিয়াতির মাধ্যমে চাকরি হয়ে থাকতে পারে। তাই সব অভিযোগের তদন্ত করবে সিআইডি। প্রয়োজনে সিট গঠন করা হতে পারে। পরবর্তী শুনানির দিন সিআইডিকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।

বাম আমলে 'এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ' কার্ড ব্যবহার করে প্রাথমিক অনেকে চাকরি পান। অভিযোগ, অনেকে ভুয়ো কার্ড দেখিয়ে চাকরি পেয়েছেন। এক্সচেঞ্জ কার্ড জালিয়াতিতে সিআইডি তদন্তের নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। তদন্তের পর ২৬ জনের চাকরি বাতিল হয়। উত্তর ২৪ পরগনার ২৬ জনের চাকরি বাতিল হতেই প্রশ্ন ওঠে বাকি জেলাতেও এই জালিয়াতি হয়ে থাকতে পারে। এদিন বিচারপতি এই মামলার শুনানিতে ২২টি জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ার সব কার্ড যাচাই করার নির্দেশ দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাম আমলের প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়েও এবার প্রশ্ন উঠল কলকাতা হাই কোর্টে।
  • ২০০৯ সালে প্রাথমিক স্কুলে চাকরি পাওয়া শিক্ষকদের 'এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ' কার্ড যাচাই করতে বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
  • শিক্ষা দপ্তরের কমিশনারকে জমা দিতে হবে রিপোর্ট। 
Advertisement