ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পুরনো তো বটেই, ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভায় বার্ধক্যভাতার জন্য নতুন আবেদনকারীদেরও মিলবে সুযোগ। সম্প্রতি আবেদনকারীদের আগ্রহ ও সেই অনুযায়ী জমা পড়া বিপুল আবেদনের সংখ্যা দেখে সেই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার কেন্দ্রের ৭২ হাজার মানুষ বার্ধক্য ভাতা পাননি বলে এর আগে তথ্য উঠে এসেছিল।
[আরও পড়ুন: সংসদ হামলার বর্ষপূর্তির দিনই লোকসভায় হামলা! আটক দুই অজ্ঞাতপরিচয়]
নব জোয়ার যাত্রার সময় থেকেই, চিঠি বা ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করে সেই কথা জানাচ্ছিলেন আবেদনকারীরা। তাদের তথ্য নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে নিজের কেন্দ্রের ৭২ হাজার মানুষকে বার্ধক্যভাতা দেওয়ার কথা ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সদ্য ২০৩টি ক্যাম্প করে আবেদন নেওয়ার কাজ শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত জমা হওয়া আবেদন সামনে আসায় দেখা গেছে পুরনো ৭২ হাজার আবেদনের মধ্যে এদিন পর্যন্ত ৪৭ হাজার ৭৯১টি আবেদন এসেছে।
তার সঙ্গে ওই সংসদীয় এলাকার ৭টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে নতুন আবেদন এসেছে আরও ৭ হাজার ২২১টি। এই পরিমাণ আবেদন নেওয়ার জন্য ক্যাম্প বাড়ানো সম্ভব না হলেও ব্লক থেকে বুথ পর্যন্ত দলীয় কর্মীদের বলা হয় বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ি পৌঁছে যেতে। তাতেই আবেদনের এই চেহারা সামনে আসে। নতুন বছর থেকে তাদের প্রত্যেককে বার্ধক্যভাতা দেওয়ার কাজ শুরু হওয়ার কথা।