shono
Advertisement

সিনেমা হলে ৭৫% দর্শক প্রবেশের অনুমতি, ছবি রিলিজের আগে উচ্ছ্বসিত সৃজিত-নন্দিতারা

সোমবারই সিনেমা হলের ক্ষেত্রে এই বিশেষ ছাড়ের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Posted: 07:44 PM Jan 31, 2022Updated: 07:46 PM Jan 31, 2022

সুপর্ণা মজুমদার: সরস্বতী পুজোর (Saraswati Puja 2022) আগের শুক্রবার। বাংলার সিনেমা হলে দুই বড় রিলিজ। একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, অন্যদিকে যিশু সেনগুপ্তর ‘বাবা বেবি ও…’ (Baba, Baby O…)। ঠিক তার আগেই হয়ে গেল বড় ঘোষণা।  শতকরা ৭৫ শতাংশ দর্শক এবারে বসতে পারবেন একটি সিনেমা হলের ভিতরে। সোমবার এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাতেই খুশির হাওয়া টলিউডের অন্দরে। 

Advertisement

খুশির এই খবর পেয়ে উচ্ছ্বসিত ‘বাবা বেবি ও…’-র অন্যতম প্রযোজক নন্দিতা রায় (Nandita Roy)। শুক্রবারই মুক্তি পাচ্ছে ছবিটা। তাঁর আগে নন্দিতা রায় বলেন, “খুবই খুশির খবর। এর থেকে ভাল আর কীই বা হতে পারে! দারুণ খবর। আমরা তো সব সময় চাইব যে ১০০ শতাংশ দর্শকই উপস্থিত থাকুক। মানুষকে হলে ফেরাতেই হবে।” শেষ ক’টা দিন তাহলে প্রচারের জন্য আলাদা কিছু ভাবছেন? “এই মাত্র খবর শুনলাম। আমরা একজোট হয়ে দেখি কী করা যায়”, বলেন উইন্ডোজ প্রোডাকশনের অন্যতম কর্ণধার।

[আরও পড়ুন: গুপী গাইন, বাঘা বাইনের ছেলেরা ফিরছে পর্দায়? ভাবছেন সন্দীপ রায়

খবরটা শুনেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন অফিসের সকলে। এমনটাই জানান ‘বাবা বেবি ও…’র পরিচালক অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee)। তাঁর কথায়, “আনন্দ পেয়েছি। সবাই খুব খুশি। খবরটা পেয়েই চেঁচিয়ে উঠেছিলাম সবাই। আমরা চাইছি মানুষ সিনেমা হলে আসুক। ৭৫ শতাংশ মানে বোঝাই যাচ্ছে সংক্রমণের হার এখন অনেকটাই কম। ফলে মানুষের একটা ভরসা আসবে এবং আশা করছি যে হলে এসে সকলে সিনেমাটা দেখবেন। এতগুলো মানুষের সারা বছরের পরিশ্রম, যদি কেউ না দেখে তাহলে তো খারাপ লাগবে। ” 

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyaborton) তৈরি করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের মেয়ে আয়না এবং তার মতো যে শিশুরা রয়েছে, তাদের জন্যই ছবিটি তৈরি করেছেন সৃজিত (Srijit Mukherji)। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানান পরিচালক। তাঁর বক্তব্য, এতে বাচ্চাদের আসার চান্স বেড়ে গেল। আর ৭৫ শতাংশ দর্শক বসার অনুমতি থাকলে পরিবারের অনেক সদস্যই একটু কাছাকাছি বসে সিনেমাটা এনজয় করতে পারবেন। এটা খুবই ভাল খবর বলে মত প্রখ্য়াত পরিচালকের। 

[আরও পড়ুন: ‘আমি নিজেকে শেষ করে দিচ্ছি!’ বাবাকে ফোন করে হোটেলের ৬ তলা থেকে ঝাঁপ মডেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement