shono
Advertisement
Rajkot

৭৬ বছর বয়সে বিয়ের ইচ্ছে, ছেলে আপত্তি জানাতেই গুলি করে হত্যা বৃদ্ধের!

এমনকী অভিযুক্তের মধ্যে কোনও অনুশোচনাই নেই বলে জানিয়েছে পুলিশ।  
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:47 PM Mar 11, 2025Updated: 05:51 PM Mar 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৬ বছর বয়সে বিয়ের ইচ্ছে হয়েছিল। সেই কথা পরিবারের সদস্যদের জানাতেই বেঁকে বসেন সকলে। ঘোর আপত্তি জানান বৃদ্ধর ছেলেও। যার পরিণতি হল ভয়ংকর। বিয়ে নিয়ে বিবাদের জেরে ছেলেকে গুলি করে খুন করার অভিযোগ উঠল ওই বৃদ্ধর বিরুদ্ধে। এমনকী অভিযুক্তের মধ্যে কোনও অনুশোচনাই নেই বলে জানিয়েছে পুলিশ।  

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা রাজকোটের জসদান এলাকার। অভিযুক্তের নাম রামভাই বোরিচা। প্রথম সম্পত্তি নিয়ে খুন মনে হলেও পরে বিষয়টি সকলের সামনে আসে। বিয়ে করা নিয়ে বেশ কিছু দিন ধরেই ছেলে প্রভাত বোরিচার সঙ্গে ঝামেলা চলছিল রামভাইয়ের। পুলিশ সূত্রে খবর, গতকাল সোমবার প্রভাতের স্ত্রী জয়াবেন স্বামীকে সঙ্গে নিয়েই রামভাইকে চা দিতে যান। ফিরে আসার সময় গুলি চলার শব্দ শুনতে পান। ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান জয়াবেন। কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন প্রভাত। পাশেই বসে ছিলেন রামভাই। প্রভাতকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, বয়ানে জয়াবেন অভিযোগ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁদের মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন শ্বশুরমশাই। গতকাল গুলি চলার পর তিনি পালিয়ে যান। কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে দেখেন প্রভাত মেঝেতে পড়ে রয়েছেন। চারদিক রক্তে ভেসে যাচ্ছে। পাশে বসে রয়েছেন অভিযুক্ত রামভাই। এরপর ছেলে ফিরতেই সবটা জানান। তাঁরা প্রভাতকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন। তারপর তাঁরা স্থানীয় থানায় অভিযোগ জানান। সেই ভিত্তিতে মামলা দায়ের হয়। অভিযুক্ত রামভাইকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু গ্রেপ্তারির সময় রামভাইয়ের মধ্যে কোনও অনুশোচনা ছিল না বলেই জানিয়েছে পুলিশ। এখনও ঘটনার তদন্ত চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৭৬ বছর বয়সে বিয়ের ইচ্ছে হয়েছিল। সেই কথা পরিবারের সদস্যদের জানাতেই বেঁকে বসেন সকলে।
  • ঘোর আপত্তি জানান বৃদ্ধর ছেলেও। যার পরিণতি হল ভয়ংকর।
  • বিয়ে নিয়ে বিবাদের জেরে ছেলেকে গুলি করে খুন করার অভিযোগ উঠল ওই বৃদ্ধর বিরুদ্ধে।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার