shono
Advertisement
Karnataka

ভিন জাতের ছেলেকে বিয়ে, ১৯ বছরের অন্তঃসত্ত্বা মেয়েকে রড দিয়ে পিটিয়ে খুন করালেন বাবা!

নিহত তরুণীর বাবা গ্রেপ্তার।
Published By: Saurav NandiPosted: 02:04 PM Dec 22, 2025Updated: 02:39 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সম্মতি উপেক্ষা করেই ভিন জাতের ছেলেকে বিয়ে করে পালিয়ে গিয়েছিলেন মেয়ে! সেই রাগে বছর উনিশের তরুণীকে রড দিয়ে পিটিয়ে খুন করানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।

Advertisement

রবিবার কর্নাটকের হুব্বাল্লিতে ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই নিহত তরুণী মান্যের বাবা প্রকাশ ফক্কিরাগোদা এবং দুই আত্মীয়কে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিয়ের পর প্রাণের ভয় স্বামী এবং শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে দূরে চলে গিয়েছিলেন মান্য। থাকছিলেন প্রায় ১০০ কিলোমিটার দূরে পাশের একটি জেলায়। গত ৮ ডিসেম্বরই তাঁরা আবার এলাকায় ফেরেন। তারপরেই এই ঘটনা।

অভিযোগ, রবিবার সকালে প্রথমে মান্যের স্বামী এবং তাঁর শ্বশুরের উপর হামলা চালানোর চেষ্টা করেছিলেন প্রকাশ। কিন্তু সেই সময় কোনও ক্রমে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন তাঁরা। এর পরেই সন্ধ্যায় মেয়ের শ্বশুরবাড়িতে হামলা চালানো হয়। কয়েক জন ঘরে ঢুকে রড দিয়ে বেধড়ক পেটান ছ'মাসের অন্তঃসত্ত্বা মান্যকে। শ্বশুরবাড়ির লোকেরা আটকানোর চেষ্টা করায় তাঁদেরও মারধর করা হয়। এই ঘটনার পর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মান্যকে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে ইতিমধ্যেই। বাকি অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিবারের সম্মতি উপেক্ষা করেই ভিন জাতের ছেলেকে বিয়ে করে পালিয়ে গিয়েছিলেন মেয়ে!
  • সেই রাগে বছর উনিশের তরুণীকে রড দিয়ে পিটিয়ে খুন করানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।
  • ইতিমধ্যেই নিহত তরুণী মান্যের বাবা প্রকাশ ফক্কিরাগোদা এবং দুই আত্মীয়কে আটক করেছে পুলিশ।
Advertisement