সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন আগেই বেলডাঙায় বারবি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবীর। এরপর পূর্বঘোষণা মতো আজ সোমবার নিজের দল ঘোষণা করলেন তিনি। সাসপেন্ডেড বিধায়কের নয়া দলের নাম হচ্ছে ‘জনতা উন্নয়ন পার্টি’। শুধু তাই নয়, আগামী নির্বাচন অর্থাৎ ২৬ এর বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন (Humayun Kabir)। যে তালিকায় রয়েছে একাধিক হুমায়ুন কবীরের নাম! অর্থাৎ আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে 'হুমায়ুন কবীরে'র সঙ্গে লড়াই করতে হবে শাসক-বিরোধী প্রার্থীদের। যা রীতিমতো চমক বলেই দাবি ‘জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যানের। শুধু তাই নয়, তালিকায় রয়েছেন এক হিন্দু প্রার্থীও।
এদিন হুমায়ুন কবীর জানিয়েছেন, আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা কেন্দ্র থেকে লড়াই করবেন। দুই কেন্দ্র থেকে জয় পাবেন বলেই আত্মবিশ্বাসী প্রাক্তন তৃণমূল নেতা। তবে তিনি নন, বঙ্গ ভোটে ‘জনতা উন্নয়ন পার্টি’র হয়ে আরও বেশ কয়েকজন হুমায়ুন কবীর লড়াই করবেন বলেও জানান। তাঁর কথায়, রানিনগর বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন আরও এক হুমায়ুন কবীর। যিনি পেশায় একজন চিকিৎসক। শুধু তাই নয়, ১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু জয় ছিনিয়ে আনতে পারেননি। তবে ২৬ এর নির্বাচনে সেই হুমায়ুনকেই প্রার্থী করে চমক।
এখানেই শেষ নয়, ভগবানগোলায় আরও এক হুমায়ুন কবীরকে প্রার্থী করলেন সাসপেন্ডেড বিধায়ক। যিনি একজন ব্যবসায়ী। পাশাপাশি নাম ঘোষণা না করলেও বীরভূম থেকে আরও এক হুমায়ুনকেও প্রার্থী করা হবে বলেও এদিন জানিয়েছেন তিনি। অন্যদিকে ‘জনতা উন্নয়ন পার্টি’র হয়ে বেশ কয়েকজন হিন্দুও প্রার্থী হচ্ছেন। যার মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মনীষা পাণ্ডে এবং বালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন নিশা চট্টোপাধ্যায়। এছাড়াও আরও বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রেও এদিন প্রার্থীর নাম ঘোষণা করেন হুমায়ুন। তাঁর কথায়, বাংলার মানুষের উন্নয়নই দলের মুল লক্ষ্য। খুব শীঘ্রই ইস্তেহার ঘোষণা করবেন বলেও জানিয়েছেন।
অন্যদিকে এদিন দল ঘোষণার মঞ্চ থেকে একদিকে ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি দেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় হুমায়ুনের বক্তব্যে। এদিন সাসপেন্ডেড বিধায়ক বলেন, ''যেদিন মাথা গরম হবে, এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে ফিরহাদের অফি ঘেরাও করব।'' অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টেলেন্ট আছে বলেও মন্তব্য করেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
