সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় পরীক্ষা মোদি সরকারের। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার নির্বাচন হল লাদাখে। বুধবার কারগিলে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ (LAHDC) নির্বাচনের ভোটগ্রহণ নির্বিঘ্নেই সম্পন্ন হল। কড়া নিরাপত্তার মধ্যে ভোট হলেও উৎসবের মেজাজেই বুথে বুথে ভোট দিলেন স্থানীয় মানুষ। দিনের শেষে মোট ভোট পড়ল ৭৭.৬১ শতাংশ।
লাদাখ (Ladakh) স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের মোট আসন সংখ্যা ৩০। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে চার কাউন্সিলর মনোনীত করা হচ্ছে। বাকি ২৬ আসনে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ হল আজ। মোট বুথের সংখ্যা ছিল ২৭৮। তার মধ্যে ১১৪টি অতি সংবেদনশীল এবং ৯৯টি সংবেদনশীল ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত। প্রতিটি বুথে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল প্রশাসনের তরফে।
[আরও পড়ুন: ফের গুলির লড়াইয়ে কাঁপল কাশ্মীর, সেনার গুলিতে খতম ২ জঙ্গি]
২৬টি আসনের অধিকাংশতে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা ছিল। যুযুধান প্রতিপক্ষ বিজেপি, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স। ন্যাশনাল কনফারেন্স ১৭ আসনে এবং কংগ্রেস ২২ আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপি ১৭ আসনে প্রার্থী দিয়েছে। এছাড়াও ভোটে দাঁড়িয়েছে আম আদমি পার্টির প্রতিনিধি। রয়েছেন ২৫ জন নির্দল প্রার্থী। সব মিলিয়ে ২৬ আসনে মোট প্রার্থী সংখ্যা ৮৫। ভোট গণনা হবে ৮ অক্টোবর। ১১ অক্টোবরের মধ্যে তৈরি হবে নয়া কাউন্সিল। এই নির্বাচনকে কেন্দ্রের অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সিদ্ধান্তেরও বড় পরীক্ষা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনতার জবাব স্পষ্ট হবে দিন চারেক বাদেই।