shono
Advertisement

‘ব্ল্যাকপ্যান্থার’চ্যাডউইক বোজম্যানকে মরণোত্তর সম্মান, আর কারা পেলেন গোল্ডেন গ্লোব?

দেখে নিন সম্পূর্ণ তালিকা।
Posted: 08:38 PM Mar 01, 2021Updated: 08:38 PM Mar 01, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারচুয়াল আয়োজনেই সম্পন্ন হল ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস (78th Golden Globe Awards)। আবেগে ভাসলেন তারকারা, যখন সেরা অভিনেতার (ড্রামা) শিরোপা পেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ চ্যাডউইক বোজম্যান (Chadwick Boseman)। গত বছরের আগস্ট মাসেই কোলন ক্যানসারের কারণে মৃত্যু হয় তরুণ অভিনেতার। মরণোত্তর সম্মান গ্রহণ করেন তাঁর স্ত্রী টেলর সিমোন লেডওয়ার্ড। ‘মা রেনে’জ ব্ল্যাক বটম’ সিনেমার জন্য এই পুরস্কার পান প্রয়াত তারকা। তাঁর হয়ে সকলকে ধন্যবাদ জানান টেলর। কান্নায় ভেঙে পড়েন রেনে জেলওয়েগারের (Renée Zellweger) মতো হলিউড তারকারা।

Advertisement

[আরও পড়ুন: ‘চিকু’র জন্য মন খারাপ মিমির, সান্ত্বনা জানিয়ে কী লিখলেন রাজ?]

সোমবারের এই অনুষ্ঠানে ড্রামা বিভাগে সেরা ছবির পুরস্কার পায় ফ্রান্সি ম্যাকডরম্যান্ড অভিনীত ‘নোমাডল্যান্ড’। এই ছবির জন্য সেরা পরিচালক হন চিনা বংশোদ্ভূত ক্লোই জাও। মিউজিক্যাল/কমেডি বিভাগে সেরা ছবি বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম। দেখে নেওয়া যাক বিজয়ীদের সম্পূর্ণ তালিকা।

  • সেরা ছবি (ড্রামা) – নোমাডল্যান্ড
  • সেরা ছবি (মিউজিক্যাল/কমেডি) – বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম
  • সেরা পরিচালক – ক্লোই জাও (নোমাডল্যান্ড)
  • সেরা অভিনেত্রী (ড্রামা) – আন্দ্রা ডে (ইউনাইটেড স্টেটস ভার্সাস বিলি হলিডে)
  • সেরা অভিনেতা (ড্রামা) – চ্যাডউইক বোজম্যান ( মা রেনে’জ ব্ল্যাক বটম)
  • সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি)- রোজামুন্ড পাইক (আই কেয়ার আ লট)
  • সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি)- সাচা ব্যারন কোহেন (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম)
  • সেরা সহ-অভিনেত্রী – জোডি ফস্টার (দ্য মরিটেনিয়ান)
  • সেরা সহ-অভিনেতা – ড্যানিয়েল কালুয়া (জুডাস অ্যান্ড ব্ল্যাক মেসিহা)
  • সেরা চিত্রনাট্য – অ্যারোন সরকিন (দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো ৭)
  • সেরা অ্যানিমেটেড ফিচার – সোল
  • সেরা অরিজিনাল স্কোর – সোল
  • সেরা অরিজিনাল সং – দ্য লাইফ অ্যাহেড ছবির ‘লো সি’
  • সেরা সিরিজ (ড্রামা) – দ্য ক্রাউন
  • সেরা সিরিজ (মিউজিক্যাল/কমেডি)- স্কিট’স ক্রিক
  • সেরা লিমিটেড সিরিজ – দ্য ক্যুইন’স গ্যামবিট
  • সিরিজের সেরা অভিনেত্রী (ড্রামা) – এমা করিন (দ্য ক্রাউন)
  • সিরিজের সেরা অভিনেতা (ড্রামা) – জশ ও’কোনর (দ্য ক্রাউন)
  • সিরিজের সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) – ক্যাথরিন ও’হারা (স্কিট’স ক্রিক)
  • সিরিজের সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি)- জেসন সুডেকিস (টেড লাসো)
  • সিরিজের সেরা সহ-অভিনেত্রী – গিলিয়ান অ্যান্ডারসন (দ্য ক্রাউন)
  • সিরিজের সেরা সহ-অভিনেতা – জন বোয়েগা (স্মল অ্যাক্স)
  • লিমিটেড সিরিজের সেরা অভিনেত্রী – অ্যানিয়া টেলর জয় (দ্য ক্যুইন’স গ্যামবিট)
  • লিমিটেড সিরিজের সেরা অভিনেতা – মার্ক রাফালো (আই নো দিস মাস ইজ ট্রু)

[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ বলে এবার বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement