shono
Advertisement

প্রবল বর্ষণে বিপর্যস্ত বাংলায় মৃত আট, উদ্বেগে মুখ্যমন্ত্রী

ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য নির্দেশ প্রশাসনকে৷ The post প্রবল বর্ষণে বিপর্যস্ত বাংলায় মৃত আট, উদ্বেগে মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:58 PM May 13, 2018Updated: 07:13 PM May 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘণ্টাখানেকের বৃষ্টিতে ফের বিপর্যস্ত বাংলা৷ প্রবল বর্ষণ, সঙ্গে বাজ পড়ে এখনও পর্যন্ত তিন জেলায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ রবিবার দুপুরে প্রবল ঝড়-জল ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবারের দুর্যোগ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সোমবার পঞ্চায়েত ভোট৷ ভোটের আগে আজ ঝড়-বৃষ্টির কারণে বাংলা বেশ ক্ষয়ক্ষতি হয়েছে৷ বাজ পড়ে আট জনের মৃত্যুরও খবর পেয়েছি৷ ঝড়ে ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগিতার করা জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি৷’’

Advertisement

[পরিবর্তনের সাত বছর পূর্তি, বাংলার মানুষকে অভিনন্দন মমতার]

আজ, রবিবার পূর্ব বিহারের উপর জারি থাকা নিম্নচাপ অক্ষরেখা ও সঙ্গে কালবৈশাখী ঝড়ের জেরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়৷ বৃষ্টিতে বিপর্যস্ত হয় শহর কলকাতা৷ গাছ উপড়ে-জল জমে ছুটির দিনেও কার্যত নাজেহাল পরিস্থিতি তৈরি হয় তিলোত্তমায়৷ সন্তোষপুর অ্যাভিনিউতে একটি গাছ উপড়ে পড়ে যান চলাচলে প্রভাব পড়ে। মল্লিকবাজারে ট্রামের তার ছিঁড়ে পড়ায় সেখানেও একই অবস্থা। কাঁকুড়গাছি আন্ডারপাস, উল্টোডাঙা আন্ডারপাস, আব্দুল রসুল অ্যাভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি, সিআর এভিনিউ-সহ একাধিক রাস্তায় জল জমে বিপর্যস্ত হয় পড়ে যান চলাচল৷

এদিনের এই বৃষ্টিতে শহর কলকাতায় তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও প্রভূত ক্ষতি হয়েছে হাওড়া, মুর্শিদাবাদ ও নদিয়ায়৷ হাওড়ার উলুবেড়িয়ায় কালবৈশাখী ঝড়ে আম কুড়োতে গিয়ে বাজ পড়ে পাঁচ কিশোরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ মুর্শিদাবাদের জলঙ্গি ও নদীয়ায় বাজ পড়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর৷

[রমজানের আগে পার্ক সার্কাস ময়দানের গাছ কাটছে পুলিশ, ক্ষুব্ধ সুব্রত]

জানা গিয়েছে, আম কুড়োতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় চার শিশুর। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার দামোদরপুর বাড়ডাঙা এলাকায়। এ ঘটনায় এক শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে প্রবল ঝড়-বৃষ্টির সময় আম কুড়োতে গিয়েছিল পাঁচ শিশু। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে কড়কড় শব্দে বাজ পড়তে থাকে। নিমেষে লুটিয়ে পড়ে ওই পাঁচ শিশু। তাদেরকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে, তাদের মধ্যে চার শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের নাম শেখ মারুফ (১১), শেখ সিরাজুল (১২), শেখ মঞ্জুর (১০) এবং সেখ আশিক। আহত শিশুটির নাম শেখ আলমগীর (১০)। এদিন উলুবেড়িয়ার কৈজুড়িতে ঝড়ে পাঁচিল চাপা পড়ে ন’বছরের এক শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় আরও তিন শিশু আহত হয়েছে৷

The post প্রবল বর্ষণে বিপর্যস্ত বাংলায় মৃত আট, উদ্বেগে মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement