shono
Advertisement
Bengal SIR

নথির টানে ২৯ বছর পর ঘরে ফিরলেন 'মৃত' শরিফ! সৌজন্যে বাংলার এসআইআর

সোমবার সন্ধ্যায় ঘরে ফিরলেন ঘরে শরিফ।
Published By: Saurav NandiPosted: 09:36 PM Dec 31, 2025Updated: 09:36 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরুদ্দেশ হয়েছিলেন প্রায় তিন দশক আগে। অনেক খোঁজাখুঁজি করেছিল পরিবার। কিন্তু হদিস মেলেনি। ফলে বাড়়ির লোকেরা ধরেই নিয়েছিলেন, করিম শেখ আর ফিরবেন না। তাঁকে ‘মৃত’ দেখিয়ে দরকারি নথিও তৈরি করা হয়ে গিয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশের মুজফফরনগরের সেই শরিফ আহমেদ মরেননি। তিনি জীবিত। তা জানা গেল সোমবার সন্ধ্যায়, যখন অপ্রত্যাশিত ভাবে নিজের পৈতৃক ভিটেয় হাজির হলেন আশি ছুঁইছুঁই করিম। ২৯ বছর পর বৃদ্ধ বাড়ি ফিরলেন স্রেফ নথির টানে!

Advertisement

সালটা ১৯৯৭। প্রথম স্ত্রীর মৃত্যুর পরেই বাড়ি ছেড়েছিলেন শরিফ। তার পর থেকে এত বছর আর কোনও যোগাযোগ ছিল না পরিবারের সঙ্গে। সেই শরিফই সোমবার ফিরে এলেন মুজফফরনগরের খাটাউলি গ্রামের বাড়িতে। তিনি ফিরে আসার পরেই জানা গেল, এত দিন তিনি পশ্চিমবঙ্গে ছিলেন। সেখানে এখন এসআইআর শুরু হয়েছে। তাই জরুরি নথি নিতেই ঘরে ফিরেছেন তিনি। তাঁর ভাইপো ওয়াসিম আহমেদ বলেন, "এত বছর ধরে অনেক খুঁজেছিলাম। পশ্চিমবঙ্গেও গিয়েছিলাম। কিন্তু পাইনি। আমরা ভেবে নিয়েছিলাম উনি মরে গিয়েছেন।"

বাড়ি ফিরে শরিফ জানতে পারলেন, তাঁর বাবা, ভাই সকলেরই মৃত্যু হয়েছে। ওয়াসিম বলেন, "এত দিন পর ওঁকে দেখে আমরা আবেগতাড়িত হয়ে পড়েছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিরুদ্দেশ হয়েছিলেন প্রায় তিন দশক আগে। অনেক খোঁজাখুঁজি করেছিল পরিবার। কিন্তু হদিস মেলেনি।
  • ফলে বাড়়ির লোকেরা ধরেই নিয়েছিলেন, করিম শেখ আর ফিরবেন না। তাঁকে ‘মৃত’ দেখিয়ে দরকারি নথিও তৈরি করা হয়ে গিয়েছিল।
  • কিন্তু উত্তরপ্রদেশের মুজফফরনগরের সেই শরিফ আহমেদ মরেননি। তিনি জীবিত।
Advertisement