সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে বোর্ডিং স্কুল থেকে অপহরণ করা হল অধ্যক্ষ-সহ ৮০ জন পড়ুয়াকে৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম ক্যামেরুনের বামেন্দা শহরের প্রেসবাইটেরিয়ান বোর্ডিং স্কুলে৷ এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ তবে অনুমান করা হচ্ছে ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে ক্যামেরুনের বিচ্ছিন্নতাবাদীরা৷ অপহৃতদের খোঁজে তল্লাশিতে নেমেছে সেনা এবং তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে৷ এমনই জানান হয়েছে সরকারি বিবৃতিতে৷
[বিদেশের মাটিতে বসে ভারতে নাশকতার ছক কষছে লস্কর ও খালিস্তানি জঙ্গিরা]
ওই বোর্ডিং স্কুলেরই শিক্ষক জুলিয়াস নাম্বোলি জানান, “যেহেতু আমি স্কুল পাশেই থাকি, সেহেতু ওই রাতে আমি গুলি চলার আওয়াজ পাই৷ কিন্তু ভয়ের কারণে আমি বাড়ির বাইরে বের হওয়ার সাহস দেখাতে পারিনি৷ আলো বন্ধ করে আমি ঘুমাতে যাই৷ সকালে উঠেই দেখি চারপাশে উত্তেজনা ছড়িয়েছে৷ লোকজন দৌড়াদৌড়ি করছে৷” সূত্রের খবর, চারপাশ জঙ্গলে ঘেরা পাহাড়ের উপর অবস্থিত এই স্কুল আগে থেকেই বিচ্ছিন্নতাবাদীদের নজরে ছিল৷ বেশ কয়েকবার স্কুল বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তাদের তরফ থেকে৷ কিন্তু তাও রমরমিয়ে চলছিল ওই বোর্ডিং স্কুলটি৷ কেমন ভাবে এতজন পড়ুয়াকে অপহরণ করা হল তাই এখনও বুঝে উঠতে পারছেন না তদন্তকারীরা৷
[শ্রীলঙ্কায় লঙ্কাকাণ্ড, এবার রাজাপক্ষেকে হুঁশিয়ারি সংসদের অধ্যক্ষের]
ক্যামেরুনের বামেন্দা শহরের মূল ভাষাই হল ইংরেজি৷ ফরাসিভাষী ক্যামেরুনের নাগরিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছে ইংরেজিভাষীদের মধ্যে৷ স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সেখানে আন্দোলন চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা৷ সরকার ও সেনার সঙ্গে সংঘর্ষে যুক্ত করেছে তারা৷ ক্যামেরুনের ভাবি প্রেসিডেন্ট পল বিয়ারের বিরোধিতা করছে তারা৷ কারণ, তিনিও ফরাসি ভাষী এবং তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে৷ বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডবে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান৷
The post ক্যামেরুনের বোর্ডিং স্কুল থেকে অপহৃত ৮০ জন পড়ুয়া appeared first on Sangbad Pratidin.