shono
Advertisement

৮০৭ ছাগল দিয়ে ফুটিয়ে তোলা হল মেসির মুখ! লিও-কে নিয়ে অভিনব প্রচার, রইল ভিডিও

মার্কিন মুলুকের মন জিততে মেসির নতুন ঠিকানা ইন্টার মায়ামি।
Posted: 01:45 PM Jul 26, 2023Updated: 01:59 PM Jul 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসি আবেগ বিশ্বজুড়ে। তিনি যেন সেই মিডাস রাজা। যা ধরছেন তাতেই সোনা ফলাচ্ছেন। ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচে নেমে খেলার একেবারে শেষ লগ্নে গোল করেছেন আর্জেন্টাইন মহানায়ক। ফ্রি কিক থেকে রামধনুর মতো বাঁক খাওয়ানো শটে ক্রুজ আজুলের জালে বল জড়ান এলএম ১০।

Advertisement

এই গোল করার ফলে কেরিয়ারে তাঁর গোলসংখ্যা হয় ৮০৮। এই ম্যাচের আগে মেসির গোলসংখ্যা ছিল ৮০৭। ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লেজ মেসির গোলসংখ্যাকে নিয়ে অভিনব একটি ভিডিও প্রচার করেছে। ৮০৭ টি ছাগল দিয়ে বিশ্বজয়ী সুপারস্টারের মুখচ্ছবি এঁকেছে সংস্থাটি। 

[আরও পড়ুন: ‘এশিয়ান গেমসে অংশগ্রহণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ’, বলছেন দেশের ফুটবল আইকন সুনীল ছেত্রী]

 

৮০৭টি ছাগল এমনভাবে দাঁড়িয়ে রয়েছে, যেগুলোকে উপর থেকে দেখলে মেসির মুখ বলেই মনে হচ্ছে। এই অভিনব বিজ্ঞাপনের ভিডিওটি লেজ তাদের ফেসবুক পেজে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এই অভিনব প্রচারের প্রশংসা করেছেন। মেসিকে বলা হয় সর্বকালের সেরা। বলা হয় GOAT। সেই কারণেই ৮০৭ টি ছাগল দিয়ে মেসির মুখাবয়ব আঁকা হয়েছে।

 

প্যারিস সাঁ জাঁ ক্লাব ছেড়ে ইন্টার মায়ামি এখন মেসির নতুন ঠিকানা। ক্রুজ আজুলের বিরুদ্ধে প্রথম ম্যাচে মেসি পরিবর্ত হিসেবে নেমেই জাদু দেখিয়েছেন। ঠিকানা লেখা পাস বাড়িয়েছেন, দৌড়তে দৌড়তে হঠাৎ দিক পরিবর্তন করেছেন। তার পরে ম্যাচ যখন মনে হচ্ছে ড্র হবে, ঠিক তখনই খর্বকায় আর্জেন্টাইনের বাঁ পা গর্জে ওঠে। বক্সের বাইরে থেকে রামধনুর মতো বাঁক খাওয়ানো ফ্রি কিক জড়িয়ে যায় ক্রুজ আজুলের জালে। গোলকিপার শরীর ছুঁড়ে দিয়েও সেই বলের নাগাল পাননি। আমেরিকার মন জিততে চলে এসেছেন রাজপুত্র। প্রথম ম্যাচেই তার প্রতিফলন ঘটেছে। 

[আরও পড়ুন: আজ মোহনবাগান বনাম কালীঘাট এমএস, পুষ্পবৃষ্টিতে কামিন্স বরণ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement