সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার কি নার্সিং ট্রেনিং করা হয়েছে? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ৷ কারণ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৮১৫৯ জন স্টাফ নার্স গ্রেড টু পদে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। আপাতত অস্থায়ীভাবে নিয়োগ করা হবে৷ তবে পরবর্তীকালে যোগ্যতার নিরিখে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
[ আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ করলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, কীভাবে জানেন?]
আবেদনকারীর বয়স:
১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় নির্দিষ্ট ছাড় পাবেন।
আবেদনকারীর যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই ইন্ডিয়ান নার্সিং স্কুল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও নার্সিং ট্রেনিং স্কুল/কলেজ থেকে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে/ বেসিক বিএসসি (নার্সিং) পাশ হওয়া চাই।
২. ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে নার্স মিডওয়াইফারিতে নাম নথিভুক্ত থাকা চাই
৩. বাংলা অথবা নেপালি ভাষায় কথা বলতে বা লিখতে জানতে হবে।
[ আরও পড়ুন: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে টি বোর্ডে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। ১৯ জুলাই থেকে ২৯ জুলাই ২০১৯ রাত ৮টা পর্যন্ত অনলাইন আবেদন গ্রাহ্য।
বেতন:
চূড়ান্ত স্তরে বাছাইয়ের পর নিযুক্ত প্রার্থী গ্রেড পে ৭৬৮০ টাকা হিসাবে ৭১০০-৩৭৬০০টাকা বেতন পাবেন৷ মিলবে অন্যান্য ভাতাও।
[ আরও পড়ুন: স্নাতক হলেই রূপশ্রী প্রকল্পে চাকরির সুযোগ, জেনে নিন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি]
আবেদনের ফি:
আবেদনকারীকে গভর্নমেন্ট রিসিট পোর্টাল পদ্ধতি ব্যাংক অথবা পোস্ট অফিসের মাধ্যমে ২১০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি এবং উপজাতি ও বিশেষ ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের ফি দিতে হবে না।
আবেদনকারীকে পরীক্ষার দিনক্ষণ জানার জন্য উপরোক্ত ওয়েবসাইটে নজর রাখতে হবে৷
The post ৮১৫৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাজ্য, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.