shono
Advertisement

জোড়া বিপর্যয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়া, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

উদ্ধারকাজ চালাচ্ছে সেনা৷ The post জোড়া বিপর্যয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়া, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:17 PM Sep 30, 2018Updated: 02:17 PM Sep 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল ভূমিকম্প ও সুনামির জেরে বিপর্যস্ত ইন্দোনেশিয়া৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত ৮৩২ জনের প্রাণহানি হয়েছে৷ জোড়া বিপর্যয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লার৷ ঘরছাড়া বহু মানুষ৷ খাবার ও পানীয় জলের অভাবও দেখা দিয়েছে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে৷ দুর্গতদের জন্য ত্রাণশিবিরের বন্দোবস্ত করা হয়েছে৷

Advertisement

[শরিফের শখের মোষ বেচে অর্থনীতির হাল ফেরাচ্ছেন ইমরান]

[ইন্দোনেশিয়ায় ফের ভয়াবহ সুনামি, ঘরছাড়া প্রায় ৬ লক্ষ মানুষ]

২০০৪ সালে সুনামিতে প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয় ইন্দোনেশিয়া৷ গত দুদিনে আবারও চাঙ্গা সেই স্মৃতি৷ শুক্রবার প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭৷ ভূমিকম্পে পাঁচজনের প্রাণহানি হয়৷ আবহাওয়াবিদরা মধ্য ও পশ্চিম সুলাবেসিতে সুনামির সতর্কতা জারি করেছিলেন৷ কেবল ইন্দোনেশিয়াই নয়৷ ইন্দোনেশিয়ার পাশাপাশি, শুক্রবার কম্পন অনুভূত হয় জাপানেরও কিছু অংশেও৷ ফলে সেখানেও জারি করা হয়েছে সুনামির সতর্কতা৷ আশঙ্কাই সত্যি হল৷ সুলাবেসি থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে পালু শহরে আছড়ে পড়ে সুনামি৷ একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৮৩২ জনের মৃত্যু হয়েছে৷ ঘরহারা অনেকেই৷ পালু ও ডাঙ্গালেই প্রায় ছয় লক্ষ মানুষ গৃহহীন৷ বিপর্যস্তদের সাহায্যে এগিয়ে এসেছে অনেক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন৷ উদ্ধারকাজ চালাচ্ছে সেনাও৷ এখনও খোঁজ মিলছে না অনেকের পরিজনের৷ সমগ্র এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা৷

[মাসুদ আজহারকে নিষিদ্ধ করার ফল ভুগছে ভারত, হুমকি চিনা বিদেশমন্ত্রীর]

রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত পালু এলাকা ঘুরে দেখবেন তিনি৷

The post জোড়া বিপর্যয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়া, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement