সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে প্রবল ভিড়ে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে আহত হলেন অন্তত ৯ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ট্রেন ধরার তাড়াহুড়োতেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা স্থিতিশীল হলেও গুরুতর জখম হয়েছেন দুজন।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, বান্দা থেকে গোরক্ষপুর যাওয়ার ট্রেন ১ নং প্ল্যাটফর্মে এলে বিপুল সংখ্যক মানুষ সেই ট্রেনটিতে ওঠার চেষ্টা করেন। শুরু হয় হুড়োহুড়ি। ট্রেনটি লেট করাতেই এই বিপত্তি ঘটে বলে দাবি করা হচ্ছে। মূলত জেনারেল কামরায় ওঠার ধাক্কাধাক্কিতেই দুর্ঘটনা ঘটে যায় বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।
পরে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকলেই ভাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বহু ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে রক্তের দাগও লক্ষ করা যাচ্ছে। আহতদের একজনের মেরুদণ্ডে চোট লেগেছে। বাকিদের চোট মূলত পায়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।