shono
Advertisement

Panchayat Election 2023: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, পর মূহুর্তেই তৃণমূলে বিজেপির লক্ষ্মী!

কেন এই দলবদল?
Posted: 08:00 PM Jun 20, 2023Updated: 09:02 PM Jun 20, 2023

নন্দন দত্ত, সিউড়ি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূমের (Birbhum) দুবরাজপুরে পঞ্চায়েত সমিতিতে জয়। কয়েক মূহুর্তের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রার্থী। দলের প্রতীকে জেতা প্রার্থীর কীর্তিতে হতবাক জেলা বিজেপি নেতৃত্ব।

Advertisement

দুবরাজপুর পঞ্চায়েত সমিতির পদুমা এলাকা থেকে ১৭ নম্বরে মহিলা তপশিলী উপজাতি সংরক্ষিত আসনে তৃণমূল, বিজেপি, সিপিএমে প্রার্থী দেয়। তৃণমূলের পক্ষ থেকে শেখ গিয়াসউদ্দিনকে ওই আসনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দলের সঙ্গে পরামর্শ করে রোজমেরি কিস্কুকে তৃণমূলের প্রার্থী করেন। কিন্তু মনোনয়নের স্কুটিনি পর্বে ভুল থাকায় তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে ১৭ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে সরাসরি বিজেপি ও সিপিএমের মধ্যে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়। সুযোগ বুঝে তৃণমুলের পক্ষ থেকে বিজেপির প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়।

[আরও পড়ুন: প্রতীক বিলি নিয়ে তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ, বিডিও অফিসে ধরনায় অধীর চৌধুরী]

লক্ষ্মীর ছেলে কার্ত্তিক মুর্মু জানান, তাঁর মাকে ভুল বুঝিয়ে বিজেপি প্রার্থী করেছিল। তিনি নিজে বরাবর তৃণমূলের কর্মী,সমর্থক। মূলত তাঁর উদ্যোগেই লক্ষ্মী মুর্মু তৃণমূলে যোগ দেওয়ার জন্য রাজি হন। তারপরই তৃণমূলের পক্ষ থেকে সিপিএম প্রার্থী লক্ষ্মী মাড্ডিকে নাম প্রত্যাহারের জন্য বলা হয়। মঙ্গলবার শেষ মুহুর্তে সিপিএমের প্রার্থী নাম প্রত্যাহার করে নেন। বিজেপির লক্ষ্মী মুর্মু বিনা যুদ্ধেই জয়ী হয়ে তৃণমুলে যোগ দেন। তিনি জানান, স্বেচ্ছায় ছেলের পরামর্শে বিজেপি ছেড়ে তৃণমুলে যোগ দিয়েছেন। বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগ নেই।

 

[আরও পড়ুন: বাবা তৃণমূল বিধায়ক, তবু করিম চৌধুরীর অনুগামী হয়ে নির্দল প্রার্থী আজিনা বেগম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার