শেখর চন্দ, আসানসোল: ফের জামুরিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ির কিছুটা দূরে ঝোপ থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল জামুরিয়ায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বিজেপির অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল।
মৃতের নাম অশোক চক্রবর্তী। জামুরিয়ার হিজলগড়া গ্রামের সুত্রধর পাড়ার বাসিন্দা তিনি। বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন অশোক। সূত্রের খবর, রবিবার সকালে অশোকের বাড়ির ২ কিলোমিটার দূরে ঝোপে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মৃতের আত্মীয় ধনঞ্জয় চক্রবর্তী সেখানে যান। তখনই দেখেন দেহটি অশোকবাবুর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে দেহটি।
[আরও পড়ুন: পারিবারিক অশান্তিতে আত্মহত্যা? বিশেষ ক্ষমতাসম্পন্ন ছেলে ও বাবার দেহ উদ্ধারে চাঞ্চল্য]
মৃত যুবক কীভাবে ওই ঝোপে এলাকায় গেল, তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। মৃতের মা বন্দনা চক্রবর্তী জানান, তাঁর ছেলে বিজেপি কর্মী ছিলেন। কিন্তু কীভাবে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশায় তিনি। এবিষয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সদস্য সন্তোষ সিংয়ের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই বর্তমান শাসকদল তাঁদের দলের একনিষ্ঠ কর্মীকে খুন করেছে। দোষীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রসঙ্গত, দিন পনেরো আগেও এক বিজেপি কর্মী খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল জামুরিয়া।