shono
Advertisement

Breaking News

রাষ্ট্রব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল নাটক ‘লেফট রাইট লেফট’

নাটকের বুননে বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতাও প্রকটভাবে ধরা দিয়েছে৷ The post রাষ্ট্রব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল নাটক ‘লেফট রাইট লেফট’ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:56 PM Apr 13, 2019Updated: 04:56 PM Apr 13, 2019

সুযোগ বন্দ্যোপাধ্যায়: সম্প্রতি দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে মঞ্চস্থ হল ‘নাট্যজন’ প্রযোজিত নাটক ‘লেফট রাইট লেফট’৷ মৈনাক দাশগুপ্ত রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন সন্দীপ ভট্টাচার্য৷ রাষ্ট্র এবং রাষ্ট্রের ক্ষমতা ও তার অপব্যবহার নিয়ে তৈরি এই নাটকটি অত্যন্ত সময়োপযোগী এবং প্রাসঙ্গিক৷

Advertisement

                                           [ আরও পড়ুন: কবীর সুমনকে পালটা, ফেসবুকে খোলাখুলি ‘নিজেকেই’ চিঠি লিখলেন অনিকেত]

নাটকের শুরুতেই আমরা দেখতে পাই আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ডঃ প্রশান্ত বোসকে, যিনি ইতিমধ্যেই সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত এবং অভিযুক্ত, যাঁর আত্মপক্ষ সমর্থনে সহায়তা করতে হাজির হচ্ছেন না শহরের কোনও আইনজীবী৷ নাটক এগোতে থাকে এবং পরতে পরতে উন্মোচিত হতে থাকে ডঃ প্রশান্ত বোসের বিরুদ্ধে ওঠা অভিযোগের নেপথ্যে থাকা বৃত্তান্ত৷ দেখা যায়, বস্তুতান্ত্রিক সভ্যতার আবেগহীনতার সঙ্গে তাল মেলাতে না পেরে ডঃ প্রশান্ত বোস স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন শহর থেকে বহু দূরে৷ যেখানকার মানুষ হতদরিদ্র এবং আধুনিক সভ্যতার সমস্ত সুযোগ থেকে বঞ্চিত৷ প্রশান্তবাবুর অপরাধ এটাই যে তিনি পাণ্ডববর্জিত এলাকায় পুলিশের গুলিতে আহত এক যুবকের চিকিৎসা করছিলেন৷

আমাদের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা এবং জটিলতার ফলে প্রশান্তবাবু সত্যিই অপরাধী কিনা, তা প্রমাণিত হয় না৷ অন্যান্য অনেক বন্দির মতোই তাঁর বন্দিদশা দীর্ঘায়িত হতে থাকে৷ নাটকটি দেখতে দেখতে ফ্রানৎস কাফকার ‘দ্য ট্রায়াল’ উপন্যাসের ‘জোসেফ কে’ চরিত্রটার কথা মনে পড়ে যাচ্ছিল৷ ডঃ প্রশান্ত বোসের ভূমিকায় সুমন পাল যথাযথ অভিনয় করেছেন৷ পুরো নাটকটিতে অভিনয়ের মধ্যে তিনি একটা সুর ধরে রেখেছেন, যা ধারাবাহিকভাবে আবেগবর্জিত এবং কিছুটা উদাসীন৷

                                           [ আরও পড়ুন: দেবের মন্তব্যে মেজাজ হারিয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন কবীর সুমন]

ডঃ প্রশান্ত বোসের স্ত্রী এবং পুত্রের সঙ্গে সহ-নাগরিকদের দুর্ব্যবহার এবং পরবর্তী সময়ে পু্ত্র প্রতীককেও ‘দেশদ্রোহী’ বলে চিহ্নিত করা হয়৷ কারণ, সে দেশের মানুষের দারিদ্রকে ফ্রেমবন্দি করতে চায়৷ নাটকের শেষে প্রতীকের সঙ্গে আমরা একাত্ম বোধ করি এবং ভরসাহীন দুঃসময়েও কোথায় যেন ক্ষীণ আশার আলো সন্ধান দেন নাট্যকার, এখনও সমস্ত মস্তিষ্ক, এখনও সমস্ত কলম বিক্রি হয়ে যায়নি৷ কেউ কেউ এখনও স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার সাহস দেখাচ্ছেন৷ আদালতের এজলাসে বিচারকের পরিবর্তে প্লাস্টিকের মূর্তি বসিয়ে রেখে পরিচালক নাটকের বক্তব্যে একটি অন্য মাত্রা যোগ করেছেন৷ আমাদের বিচারব্যবস্থার নিষ্ক্রিয়তা এবং আমাদের বিপন্নতার মুখোমুখি দর্শকদের দাঁড় করিয়ে দেন নাট্যকার৷ সরকারি উকিল এবং গোয়েন্দার ভূমিকায় রাহুলদেব ঘোষ প্রশংসার দাবি রাখেন৷ ঊহিনীর ভূমিকায় শৈলী দত্ত যথাযথ৷ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীরও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন৷

The post রাষ্ট্রব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল নাটক ‘লেফট রাইট লেফট’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement