shono
Advertisement
Aamir Khan

মহাভারতের চিত্রনাট্য হাতে নিয়ে বসে আমির খান! কীসের ভয়ে শুটিং থেকে পিছপা?

বলিউডের পর্দায় 'রামায়ণ' তৈরি করে বিপাকে পড়েছিলেন পরিচালক ওম রাউত।
Published By: Akash MisraPosted: 04:02 PM Dec 18, 2024Updated: 04:02 PM Dec 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর্দায় 'রামায়ণ' তৈরি করে বিপাকে পড়েছিলেন পরিচালক ওম রাউত। বিতর্কের ঝড়ে বক্স অফিসে ডুবেছিল তরী। একেবারে ডাহা ফ্লপ প্রভাস, কৃতী স্যাননের রামায়ণ। এখন অবশ্য রণবীর কাপুর ও সাঁই পল্লবীকে নিয়ে নতুন 'রামায়ণ' তৈরি করছেন পরিচালক নীতিশ তিওয়ারি। তবে এ গল্প রামায়ণের নয়, বরং আমির খানের মহাভারতের।

Advertisement

গপ্পোটা হল, বহুদিন ধরেই বলিউডে শোনা যাচ্ছিল, আমির খান নাকি তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরেই বলিপর্দায় নিয়ে আসছেন মহাভারত। এমনকী, ছড়িয়েও পড়েছিল আমিরের মহাভারতের কাস্টিং। যেখানে ভীস্ম অমিতাভ, ঋত্বিক অর্জুন এবং দৌপ্রদী ঐশ্বর্য এবং খোদ আমির নাকি কৃষ্ণ হবেন বলে শোনা গিয়েছিল। তবে আমিরের দিক থেকে এই ছবি নিয়ে সেভাবে কখনই মন্তব্য কানে আসেননি। তবে এবার মহাভারত নিয়ে মুখ খুললেন আমির খান।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির জানান, ''মহাভারত আমার ড্রিম প্রোজেক্ট। বহুদিন ধরেই এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করে চলেছি। খুব বড়মাপের ছবি তৈরি করতে হবে। সেই কারণেই সময় নিচ্ছি। একটাই ভয় যদি কিছু ভুল হয়ে যায়। কেননা, মহাভারত আমদের আত্মা, আমাদের রক্তে রয়েছে। তাই এই ছবি তৈরি করার সময় কোনও ভুল করা যাবে না।''

আমির আরও বলেন, ''আমি এমন ছবি তৈরি করতে চাই। যা গোটা ভারতবর্ষকে গর্বিত করবে। সেই কারণেই অনেক সময় নিতে চাই।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখন অবশ্য রণবীর কাপুর ও সাঁই পল্লবীকে নিয়ে নতুন 'রামায়ণ' তৈরি করছেন পরিচালক নীতিশ তিওয়ারি।
  • তাই এই ছবি তৈরি করার সময় কোনও ভুল করা যাবে না।''
Advertisement