বাবুল হক, মালদহ: অস্ত্র সমেত ক্যাম্প থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান (BSF Jawan)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হবিবপুর এলাকায়। কোথায় গেলেন ওই জওয়ান? তা নিয়ে ধোঁয়াশা।
জানা গিয়েছে, ওই বিএসএফ জওয়ানের নাম অখিলেশ কুমার। আদতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে মালদহের হবিবপুর ও বামনগোলা এলাকায় কর্মরত ছিলেন তিনি। রবিবার সকালে দেখা যায় অখিলেশ কুমার ক্যাম্পে নেই। আশে পাশে খোঁজ করা হলেও কোনও লাভ হয়নি। কোথাও হদিশ মেলেনি তাঁর। সূত্রের খবর, ইনসাস রাইফেল, দু রাউন্ড ম্যাগাজিন ও প্রচুর গুলি ছিল তাঁর কাছে। সেগুলি নিয়েই উধাও হয়ে গিয়েছেন অখিলেশ।
[আরও পড়ুন: মহালয়ায় বোধন, ওইদিনই ঘট নিরঞ্জন, বাংলার কোথায় একদিনের দুর্গাপুজো হয়?]
ইতিমধ্যেই এই বিষয়টি বিএসএফের তরফে জেলা পুলিশকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু কোথায় গেলেন ওই জওয়ান, তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে জওয়ানের সহকর্মীরাও। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই জওয়ানের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। সহকর্মীদের থেকেও কোনও সূত্র মিলতে পারে বলে অনুমান পুলিশের।