shono
Advertisement

সাতসকালে চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টা! নেপথ্যে পুরনো শত্রুতা?

হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ব্যবসায়ী।
Posted: 10:46 AM Nov 06, 2022Updated: 12:00 PM Nov 06, 2022

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাতসকালে ভয়ংকর কাণ্ড। চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা স্টেশনে। ইতিমধ্যেই ইমরান গায়েন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডায়মন্ড হারবার জিআরপি ও উস্তি (Usthi) থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত যুবক। 

Advertisement

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম মসিয়ার জমাদার। আদতে দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরের গড়িজোলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বছর আটেক আগে বাড়ি ছেড়ে পিসির কাছে নেতড়ায় থাকতে শুরু করেন। কলকাতায় ভাঙাচোরা বিক্রির কাজ করতেন তিনি। রবিবার সকাল ৫ টা বেজে ২০ মিনিটে শিয়ালদহগামী ডায়মন্ড হারবার লোকালে ওঠেন মসিয়ার। ট্রেনের চাকা গড়াতেই আচমকা চার দুষ্কৃতী মসিয়ার উপর চড়াও হয়। প্রথমে তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের চেষ্টা করে। কিন্তু বাধা দেন মসিয়ার। এরপরই তাঁর মাথায় ও হাতে এলোপাথাড়ি কোপাতে শুরু করে দুষ্কৃতীরা। এরপর দেউলা স্টেশনে ট্রেন ঢুকতেই অভিযুক্তরা নেমে যায়। অন্যান্য যাত্রীরা অভিযুক্তদের আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। 

[আরও পড়ুন:৫০ লক্ষ বাড়িতে বিশুদ্ধ পানীয় জল, নতুন মাইলফলক রাজ্যের, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ]  

এরপর তড়িঘড়ি আক্রান্ত ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় আক্রান্তকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাঁর। এদিকে ঘটনার খবর পাওয়ার পরই দেউলা যায় উস্তি থানার পুলিশ। তবে কী কারণে এই হামলা তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো শত্রুতার কারণেই এই ঘটনা। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। 

[আরও পড়ুন: জলপাইগুড়িতে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, চালকের উপস্থিত বুদ্ধিতে ভেস্তে গেল পাচারের ছক]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার