shono
Advertisement

পারাপারের সময় ভাগীরথীতে পড়ল গাড়ি! তলিয়ে মৃত্যু ৩ জনের

ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।
Posted: 04:49 PM Nov 30, 2023Updated: 04:49 PM Nov 30, 2023

শাহাজাদ হোসেন, ফরাক্কা: মুর্শিদাবাদে (Murshidabad) ভয়ংকর কাণ্ড। ভাগীরথী পারাপারের সময় নদীতে পড়ে গেল একটি গাড়ি। ডুবে মৃত্যু তিনজনের। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের লালগোলায়।

Advertisement

অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার সকালে ভাগীরথী পারাপারের জন্য ফেরি ঘাটে ভিড় করেন বহু মানুষ। নৌকোয় বহু যাত্রী ছিল, গাড়িও ছিল। প্রত্যক্ষদর্শী মারফত জানা যায়, যাত্রীদের ভারে একদিকে হেলে গিয়েছিল নৌকোটি। আচমকা গাড়িটি পড়ে যায় নদীতে। সেই সঙ্গে মোট ৭ যাত্রীও পড়ে যান। তড়িঘড়ি নদীতে নেমে ৪ জনকে উদ্ধার করা গেলেও তিনজন তলিয়ে যান।

[আরও পড়ুন: বর্ধমান পুলিশের সাফল্য! অপহরণের পর সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে গ্রেপ্তার ৩]

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নদীতে নামানো হয় ডুবুরি। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। দীর্ঘক্ষণ পর উদ্ধার হয় ৩ জনের দেহ। এর পরই খেয়া পারাপারের দায়িত্বে থাকা কর্মীদের উপর ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। অভিযোগ, এর আগেও নদীতে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও নিয়মিত ঝুঁকি নিয়ে বেশি যাত্রী নিয়ে নৌকো চালানো হতেই অভিযোগ। বিষয়েটি জানারো পরও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলেই দাবি।  

[আরও পড়ুন: ফের জামুরিয়ায় শুটআউট, টোটো পার্কিং নিয়ে বিবাদে চলল গুলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার