সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এক করোনা যোদ্ধাকে হেনস্তার অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, পরিবারের সদস্যরাই প্রতিনিয়ত তাঁর স্নানের ভিডিও ভাইরাল করার হুমকি দিচ্ছে। বাধ্য হয়েই এবিষয়ে নরেন্দ্রপুর (Narendrapur) থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।
বেলেঘাটা হাসপাতালে হাসপাতালে কর্মরত ওই তরুণী। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন কারণে অশান্তি করত তাঁর সঙ্গে। চলত অত্যাচার। জন্মের ৭ দিনের মাথায় প্রথম পুত্র সন্তানের মৃত্যু হওয়ায় বাড়ে অত্যাচারের মাত্রা। পরে ২টি কন্যাসন্তান হয় ওই তরুণীর। অভিযোগ, এরপর থেকেই ওই বধূকে বাড়ি ছাড়ার জন্য চাপ দিতে থাকে পরিবার। তাঁদের কথায়, “দুটি মেয়ে রয়েছে বলে তরুণীর সম্পত্তির কোনও প্রয়োজন নেই। তাই বাড়িতে থাকারও কারণ নেই।”
[আরও পড়ুন: CBI-এর হাতে যাচ্ছে হেমতাবাদের বিধায়কের মৃত্যুর তদন্ত? কেন্দ্র ও রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের]
অভিযোগ, এরপর করোনা আবহে ওই বধূর স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করে পরিবারের সদস্যরা। কোনওভাবেই বিষয়টির মীমাংসা করতে না পারায় বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন তিনি। নরেন্দ্রপুর থানায় পরিবারের বিরুদ্ধেই এফআইআর করেন। এরপরই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের এহেন অমানবিক আচরণে হতবাক স্থানীয়রাও। “ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তরা শাস্তি পাবেই”, আশ্বাস দিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: শুক্রবার বেলা ১ টায় রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, রেজাল্ট জানা যাবে এই সাইটগুলিতে]
The post করোনা যোদ্ধার স্নানের ভিডিও ভাইরাল করার হুমকি পরিবারের! পুলিশের দ্বারস্থ নির্যাতিতা appeared first on Sangbad Pratidin.