জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: শ্বশুরবাড়িতে গিয়ে চূড়ান্ত হেনস্তার শিকার হাওড়া পুলিশ লাইনে কর্মরত অশোকনগরের বাসিন্দা করোনা জয়ী এক যুবক। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই তিনি গোপালনগরে শ্বশুরবাড়ির যাওয়া সত্ত্বেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দীর্ঘক্ষণ চলে অবরোধ। পরে পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি।
জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায়। তবে বেশ কিছুদিন ধরেই পরিবার নিয়ে অশোকনগরে থাকতেন তিনি। কর্মরত ছিলেন হাওড়া পুলিশ লাইনে। যুবকের পরিবারের সদস্যদের কথায়, কিছুদিন আগেই তাঁর শরীরে করোনার একাধিক উপসর্গ দেখা দেয়। ঝুঁকি না নিয়েই তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট আসতেই জানা যায় তিনি করোনা আক্রান্ত। এরপরই বারাসত কদম্বগাছির কোভিড হাসপাতাল ভরতি করা হয় তাঁকে। পরপর দু’বার লালারস পরীক্ষা রিপোর্ট নেগেটিভ হওয়ায় সোমবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। রাতেই হাসপাতাল থেকে গোপালনগরের রামচন্দ্রপুরে শ্বশুরবাড়িতে চলে যান ওই যুবক। সেখানেই আরও ১৪ দিন থাকার পরিকল্পনা করেছিলেন তিনি।
[আরও পড়ুন: আমফানের তাণ্ডবে তছনছ হওয়ার আশঙ্কা, দিঘাকে বাঁচাতে চূড়ান্ত প্রস্তুতি জেলা প্রশাসনের]
কিন্তু মঙ্গলবার সকালে ওই যুবক এলাকায় যাওয়ার খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। সকাল থেকেই ঘটনার প্রতিবাদে নহাটা-গোপালনগর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। তাঁদের কথায়, “আমরা জানি না ওই পুলিশকর্মী নেগেটিভ না পজিটিভ। হঠাৎ করে গভীর রাতে নিজের বাড়িতে না গিয়ে শ্বশুরবাড়িতে কেন চলে এলেন তিনি? ওই যুবকের থেকে এলাকার মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।” প্রায় ৪ ঘণ্টা পর পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। যুবকের শ্বশুর রমেন মজুমদার বলেন, “আমার জামাইয়ের পরপর দু’বার টেস্টে করোনা নেগেটিভ এসেছে৷ আমার বাড়িতে আলাদা ঘর রয়েছে। পুলিশের অনুমতি নিয়েই সে আমার বাড়িতে এসে রয়েছেন।”
[আরও পড়ুন: বুধবারই আছড়ে পড়বে আমফান, আতঙ্কে থরহরিকম্প বাংলা-ওড়িশার উপকূলীয় অঞ্চল]
The post করোনা মুক্ত হয়েই শ্বশুরবাড়িতে পুলিশকর্মী! সংক্রমণের আতঙ্কে রাস্তা অবরোধ স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.