shono
Advertisement

মাছ বাজারে গিয়ে দর কষাকষি কাকের! ভাইরাল ভিডিও

কাকের কাণ্ড দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা৷ The post মাছ বাজারে গিয়ে দর কষাকষি কাকের! ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 PM Jul 06, 2019Updated: 09:28 PM Jul 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে গিয়ে দর কষাকষি কে না করে? কিন্তু বাজারে গিয়ে কখনও কাককে দর কষাকষি করতে দেখেছেন? অবিশ্বাস্য হলেও এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাজারে গিয়ে দরদাম করছে কাক। ভিডিওটি দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন সবাই।

Advertisement

[আরও পড়ুন: শরীর জড়িয়ে ৬টি অজগর! তবু অকুতোভয় খুদে মগ্ন কার্টুনে]

মাছ বাজার মানেই সারি সারি ট্রে। আর তাতে ভরতি বিভিন্ন রকম, বিভিন্ন আকারের মাছ। ঠিক তেমনই মাছ বাজারে কাকের দেখা পাওয়াও একদমই অস্বাভাবিক নয়। কারণ, কাক তো সবসময়ই তক্কে তক্কেই থাকে যে কখন টুক করে একটি মাছের টুকরো নিয়ে চম্পট দেওয়া যায়।

কিন্তু কেরালার এক বাজারে দেখা গেল অন্য ছবি। মাছের ট্রের উপর দীর্ঘক্ষণ বসে রয়েছে একটি কাক। কিন্তু তার উদ্দেশ্য দোকানির চোখ এড়িয়ে মাছ নিয়ে চম্পট দেওয়া নয়। উলটে দোকানে বসে দিব্যি দোকানদারের সঙ্গে দর কষাকষি করল সে। দোকানি প্রথমে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও নাছোড়বান্দা কাকটি। অগত্যা একটা ছোট মাছ কাকটির দিকে এগিয়ে দিলেন মাছ ব্যবসায়ী। কিন্তু নাহ! ছোট মাছে মন ভরল না তার। একের পর এক ছোট মাছ ঠোঁটে নিয়ে পরখ করেই ফেলে দিল সে।

তার ভাবগতি বুঝে বাধ্য হয়েই একটু বড় সাইজের একটি মাছ দোকানি এগিয়ে দিলেন৷ তবেই মনে ধরল তার। সেই মাছ নিয়েই খোশমেজাজে উড়ে গেলেন কাক বাবাজি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল কাকের কীর্তি। তার কাণ্ডকারখানা দেখে হেসেই খুন আট থেকে আশি। ক্রেতার চেয়ে এখন কাকই বেশি মাথাব্যথার কারণ দোকানির৷

[আরও পড়ুন: নেটদুনিয়ায় পোষ্যদের নতুন খেলা ‘ইনভিজিবল চ্যালেঞ্জ’, মুহূর্তেই ভাইরাল ভিডিও]

 

The post মাছ বাজারে গিয়ে দর কষাকষি কাকের! ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার