সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার দিল্লির এক রাস্তায় বসে নমাজ পড়ছিলেন অনেকে। সেসময় কয়েকজন পুলিশকর্মী এসে তাঁদের সেখান থকে উঠিয়ে দেন। অভিযোগ, এক পুলিশ আধিকারিক লাথি মেরে কয়েকজনকে সরানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এর পরই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। সাসপেন্ড করে দেওয়া হয় অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে।
পিটিআই সূত্রে খবর, দিল্লির ইন্দ্রলোক এলাকার এক মসজিদের নমাজ পড়ার জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। অতিরিক্ত ভিড়ের কারণে মসজিদের মধ্যে নমাজ পড়ার জায়গা পাননি অনেকে। তাই রাস্তার ধারে বসেই প্রার্থনা শুরু করেছিলেন তাঁরা। এর জেরে ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ আসে সেখানে। তখনই ওই কাণ্ড ঘটান অভিযুক্ত পুলিশকর্মী।
[আরও পড়ুন: প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, বাম আর্জি উড়িয়ে ওয়ানড়ে রাহুলই]
গোটা ঘটনার ভিডিয়ো মোবাইলে ক্যামেরাবন্দি করেন কয়েকজন। ৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, একজন পুলিশ আধিকারিক এসে প্রার্থনায় বসা একজনকে লাথি মারেন। একজনের মুখেও ঘুষি মারেন। এইভাবে বেশ কয়েকজনকে তিনি আঘাত করেন। ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান অনেকেই। ঘটনার তীব্র নিন্দা করে দিল্লির কংগ্রেস নেতারা বলেন, “এই ঘটনা খুবই ধিক্কারজনক। দিল্লি পুলিশের একজন আধিকারিক রাস্তায় নমাজ পড়তে বসা মানুষদের লাথি মারছেন। এর থেকে লজ্জার আর কী হতে পারে?”
ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান অনেকেই। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ অফিসার এমকে মিনা জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।