shono
Advertisement

Breaking News

এবার ডেঙ্গুর বলি কলকাতার চিকিৎসক, ক্রমশ বাড়ছে দুশ্চিন্তা

গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই চিকিৎসক।
Posted: 12:11 PM Oct 27, 2023Updated: 12:11 PM Oct 27, 2023

ক্ষীরোদ ভট্টাচার্য: এবার ডেঙ্গুর (Dengue) বলি কলকাতার এক চিকিৎসক। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট ছিল পজিটিভ। একের পর এক মৃত্যুতে স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে সকলের।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম অনিমেষ মাঝি। বাঁকুড়ার খাতরার বাসিন্দা তিনি। এসএসকেএম হাসপাতালে অর্থোপেডিকে স্নাতকোত্তর করছিলেন তিনি। থাকতেন কলকাতায়। সূত্রের খবর, গত কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকালে পর পর দুবার হার্ট অ্যাটাক হয় তাঁর। তার পরই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারি LIVE UPDATE: আদালতে পেশের আগে ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা মন্ত্রীর]

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ডেঙ্গুর বলি হয়েছেন অনেকেই। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য। তা সত্ত্বেও ডেঙ্গু থাবা বসাচ্ছে শহর থেকে জেলায়।

[আরও পড়ুন: কার্নিভ্যাল উপলক্ষে সকাল থেকে বন্ধ রেড রোড, নিরাপত্তায় মোতায়েন প্রচুর পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement