shono
Advertisement

খাবারের খোঁজে অনুষ্ঠান বাড়িতে হানা দাঁতালের, মুহূর্তে ‘ভ্যানিশ’ বউভাতের চাল-ডাল-সবজি!

মাথায় হাত পাত্রপক্ষের।
Posted: 09:13 PM Dec 12, 2023Updated: 09:13 PM Dec 12, 2023

অরূপ বসাক, মালবাজার: এবার খাবারের খোঁজে অনুষ্ঠান বাড়িতে হামলা চালাল হাতি। বউভাতের জন্য ঘরের মধ্যে রাখা ছিল চাল, ডাল, সবজি। জানালা ভেঙে যাবতীয় জিনিস খেল গজরাজ। মাথায় হাত পাত্রপক্ষের। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোড়া এলাকায়। এখানেই শেষ নয়, হাতির হানায় জখমও হয়েছেন একজন।

Advertisement

জানা যায়, সোমবার রাতে গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে যায় দক্ষিণ ধূপঝোরা এলাকায়। খাবারের লোভে স্থানীয় জিতেন রায়ের বাড়িতে গিয়ে হামলা চালায় সে। ঘরের জানালা ভেঙে ছেলের বউভাতের জন্য মজুত করা যাবতীয় খাবার খায় হাতিটি। এদিকে হাতির হানার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন সুরক্ষা কমিটির সদস্য-সহ বনকর্মীরা। এদিকে গাড়িতে চালক ইমরান একাই বসেছিলেন। হাতিটি খেয়ে বেরিয়ে ছুটে যায় বনদপ্তরের গাড়িটির দিকে। গাড়ির সামনে সুর দিয়ে আঘাত করে। তাতে জখন হন চালক। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটিও।

[আরও পড়ুন: বারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন-সোমনাথ দ্বন্দ্ব মেটাক রাজ্য, বৈঠকের আগে চাইছে জেলা নেতৃত্ব]

এ বিষয়ে ধুপঝোরা ২ নম্বর যৌথ বন সুরক্ষা কমিটির কোষাধক্ষ্য হরিপদ রায় বলেন, হাতিটি গাড়িটির সামনে আক্রমণ করে। চালক ইমরান আলি আহত অবস্থায় চিকিৎসাধীন। যৌথ বন ও সুরক্ষা কমিটির মাধ্যমেই এই গাড়িটিকে এলাকায় টহলদারির জন্য রাখা হয়েছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত জিতেন রায় বলেন, শুক্রবার ছেলের বউভাতের জন্য চাল, ডাল, সবজি কিনে রাখা হয়েছিল ঘরে। হাতিটি এসে সবকিছুই নষ্ট করে দিয়েছে। চিন্তায় আছি। সরকারিভাবে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: দুবছরের মাথায় বেলডাঙা বিস্ফোরণে চার্জশিট পেশ NIA’র, রয়েছে TMC নেতা-সহ ৭ জনের নাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement