সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট একটি যাত্রাপথে অ্যাপ ক্যাবে ভাড়া দেখিয়েছিল ৫৫ ডলার। কিন্তু সেই যাত্রা শেষেই সওয়ারি দম্পতিকে দিতে হল ২৯৯৯৪ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৪ লক্ষ টাকা। কোস্টা রিকা শহরে মার্কিন দম্পতি একটি উবর ক্যাব ভাড়া করেন। কিন্তু সফর শেষে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট প্রায় খালি হয়ে গেল। পরে অবশ্য জানা গেল, প্রযুক্তিগত ত্রুটিতেই ৬০০ গুণ বেশি ভাড়া দেখিয়েছে ওই অ্যাপ ক্যাব সংস্থার পোর্টাল। কয়েক দিনের মধ্যেই টাকা ফেরতও পেয়ে যান এই দম্পতি।
তথাপি দিন কয়েকের জন্য মাথা খারাপ হয়ে গিয়েছিল তাঁদের। নিজেরাই ঘটনাটি টুইট করে জানিয়েছেন তাঁরা। ডগলাস অর্ডোনেজ এবং দমিনিক তাঁদের পঞ্চম বিবাহ বার্ষিকী উদযাপন করতে কোস্টা রিকা গিয়েছিলেন। সেখানেই তাঁদের ৫৫ ডলারের বদলে প্রায় ৩০ হাজার মার্কিন ডলার ভাড়া দিতে হয় উবর ক্যাবকে।
[আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে মামলা শুনবে সুপ্রিম কোর্ট, শুনানি আগস্টে ]
হঠাৎ কেন এই বিপুল পরিমাণ অর্থ অ্যাকাউন্ট থেকে কাটা গিয়েছে তা খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে ওঠে তাঁদের। প্রায় ছশো গুণ ভাড়া কেটেছে উবর! ফলে তাঁদের ব্যাংক ব্যালান্স চলে গিয়েছে নেগেটিভে। যদিও উবরকে অভিযোগ জানাতে দ্রুত তারা পদক্ষেপ করে এবং ফিরিয়ে দেওয়া হয় অর্থ। স্বস্তিতেই দেশে ফিরেছেন তাঁরা।