shono
Advertisement

Breaking News

Nandigram

নন্দীগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কাপড়ের দোকান! বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান।
Published By: Subhankar PatraPosted: 05:08 PM Dec 29, 2024Updated: 05:35 PM Dec 29, 2024

চঞ্চল প্রধান, হলদিয়া: ছুটির দিনের দুপুরে নন্দীগ্রামের তেখালি বাজারে ভয়াবহ আগুন। একটি কাপড়ের দোকানে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বাজার চত্বর। তড়িঘড়ি ছুটে আসেন আশেপাশের দোকানদাররা। তাঁরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। হতাহতের কোনও খবর নেই। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাজারে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরের দিকে আচমকা একটি দোকানে আগুন লাগে।  কিছু বুঝে ওঠার আগেই তা দোকানের সর্বত্র ছড়িয়ে পড়ে। বাইরে বেরিয়ে আসেন মালিক। দোকানটি কাপড়ে ভর্তি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে যায়। লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় প্রায় সব কাপড়। বাতাসের বেগে আগুন আরও ছড়িয়েছে বলে অনুমান।

পরপর দোকান থাকায় পাশের দোকানে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর যায় দমকলে। ইঞ্জিন আসার আগে স্থানীয়রা অনেকটা আগুন নিভিয়ে ফেলেন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। অগ্নিকাণ্ডের জেরে অনেক টাকার কাপড়ের ক্ষতি হয়েছে বলে অনুমান করছেন মালিক। এই আগুন লাগার পর বাজারের দোকনগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছুটির দিনের দুপুরে নন্দীগ্রামের তেখালি বাজারে ভয়াবহ আগুন। একটি কাপড়ের দোকানে আগুন লাগে।
  • কালো ধোঁয়ায় ঢেকে যায় বাজার চত্বর। তড়িঘড়ি ছুটে আসেন আশেপাশের দোকানদাররা।
  • তাঁরাই আগুন নেভানোর কাজ শুরু করে। হতাহতের কোনও খবর নেই। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
Advertisement