সুব্রত বিশ্বাস: রাজ্যে আরও একটি ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুন শিয়ালদহ (Sealdah) উত্তর শাখার হাসনাবাদ রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পাশের ঝুপড়িতে। শনিবার গভীর রাতে আগুন লাগে। ঘটনায় পাঁচটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত দেড়টা নাগাদ আগুন লাগে ঝুপড়িতে। আগুন লেগেছে বুঝতে পেরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তাঁরাই তা নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায়, দমকল, রেল পুলিশ (RPF), জিআরপির (GRP) আধিকারিকরা। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনও হতাহতের খবর নেই।
[আরও পড়ুন: প্রকাশ্যেই স্মরণ করান ‘রাজধর্ম’, মরিয়া চেষ্টাতেও মোদিকে সরাতে পারেননি বাজপেয়ী! কেন?]
ঘটনায় ৫টি ঘর পুড়ে যাওয়ার সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। গভীর রাতে ওই লাইনে ট্রেন না থাকায় আরও বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে দাবি স্থানীয়দের। তবে বসতিতে কী থেকে আগুন লাগল তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল।
তীব্র গরমে রাজ্যে একের পর এক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটছে। কিছুদিন আগে দমদমের (Dum Dum) ছাতাকল বসতিতে আগুন লাগে। মারা যায় বেশ কিছু গবাদি পশু। পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাড়ি। আগুন লাগে নদিয়ার কল্যাণীতেও। এবার হাসনাবাদে আগুন। পর পর আগুনের ঘটনা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।