shono
Advertisement

কিশোরীকে ‘অপহরণ’প্রতিবেশী যুবকের, মেয়েকে ফেরানোর দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ বাবার

পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কিশোরীর বাবা।
Posted: 09:21 AM Aug 23, 2021Updated: 09:23 AM Aug 23, 2021

দেবব্রত মণ্ডল, বারুইপুর: তিনদিন কেটে গিয়েছে। এখনও খোঁজ নেই মেয়ের। পুলিশও (Police) ঘটনার তদন্তে তেমন সক্রিয় নয় বলেই অভিযোগ। তারই প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ডিস্কো বাজার এলাকায় বিক্ষোভে শামিল নিখোঁজ কিশোরীর পরিজন এবং প্রতিবেশীরা।

Advertisement

বারুইপুর থানার বেদবেরিয়ার রামকৃষ্ণ পল্লির বাসিন্দা ওই কিশোরী। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সে। অভিযোগ, তিনদিন আগে স্থানীয় এক যুবক তাকে অপহরণ (Kidnap) করে। কিশোরীর বাবার দাবি, চিন্ময় শিকদার নামে এক যুবকই তাকে অপহরণ করেছে। ওই যুবক জীবনতলা থানা এলাকার বাসিন্দা।

[আরও পড়ুন: পরকীয়ায় পথের কাঁটা সরাতে ২ ছেলেকে ‘খুন’! মাকে গণপিটুনি উত্তেজিত গ্রামবাসীদের]

কিশোরী নিখোঁজ যাওয়ার কথা জীবনতলা থানায় জানান তাঁর পরিজনেরা। কিশোরীর বাবার দাবি, এখনও পর্যন্ত যুবককে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। তিনদিন কেটে গেলেও মেয়ের কোনও খোঁজ পাওয়া যায়নি। অপহরণকারী যুবকের ঠাকুমাকে পুলিশ আটক করেছে। তবে পুলিশি তৎপরতায় ঠিক সন্তুষ্ট নন কিশোরীর বাবা।

তারই প্রতিবাদে জীবনতলা থানা এলাকার ডিস্কো বাজারে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে বসেন কিশোরীর বাবা। সঙ্গে ছিলেন তাঁর প্রতিবেশীরা। অপহরণকারীর কবল থেকে মেয়েকে মুক্ত করার দাবিতে সরব তাঁরা। অপহরণকারীকে গ্রেপ্তারির দাবিও জানিয়েছেন ওই কিশোরীর বাবা এবং প্রতিবেশীরা। যদিও পুলিশের দাবি ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তারির চেষ্টা চলছে।

[আরও পড়ুন: ‘কোভিডবিধি কেবল হিন্দুদের ধর্মীয় উৎসবেই চাপানো হচ্ছে’, বিজেপি নেতার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার