shono
Advertisement

Breaking News

নির্বাচনী আবহে নদিয়া থেকে গ্রেপ্তার ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী

তাঁরা কীভাবে এ দেশে এলেন, তাঁদের উদ্দেশ্যই বা কী, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।
Posted: 11:36 PM Mar 17, 2024Updated: 11:36 PM Mar 17, 2024

সঞ্জিত ঘোষ,নদিয়া: লোকসভা (Lok Sabha Election)  ভোটের ঘণ্টা বাজিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। দেশে জারি হয়েছে আর্দশ আচরণ বিধি (code of conduct)। পুলিশ-প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। অপরাধ ও অপরাধীদের আটকাতে রুখতে কঠোর হচ্ছে সব রাজ্যের পুলিশ। ভোট ঘোষণার পরের দিনই বড় সাফল্য পেল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে তারা।

Advertisement

নদিয়া (Nadia) জেলার অনেকটা জুড়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত (Bangladesh Border)। সীমান্ত এলাকার হাঁসখালির অঞ্চলের গাড়াপোতা এলাকা থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসার অভিযোগে একদল বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ (West Bengal police)। জানা গিয়েছে, সেই দলে রয়েছে তিনজন মহিলা ও ছয় জন পুরুষ।

[আরও পড়ুন: ‘তৃণমূল করি বলতে লজ্জা পাচ্ছেন কর্মীরা’, ভোটের আগে কেন বিস্ফোরক TMC বিধায়ক?]

গোপন সূত্রে খবর পেয়ে, গাড়াপোতা এলাকায় হানা দেয় পুলিশ। অভিযান চালাতেই বিশেষ সাফল্য হাঁসখালি থানা পুলিশের। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলাচ্ছে পুলিশ। তাঁরা কীভাবে এ দেশে এলেন, তাঁদের উদ্দেশ্যই বা কী, সব কিছুই খতিয়ে দেখছে হাঁসখালি থানা। আজ সকালে আদালতে তোলা হলে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: বাবাকে গুলি করে খুনের ছক ছেলের! বহরমপুরে গুরুতর আহত ব্যক্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement