shono
Advertisement

‘রাজনৈতিক দলগুলি শকুনের মতো খেয়োখেয়ি করছে’, ভাটপাড়া দেখে মন্তব্য অপর্ণার

রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর কাছে ভাটপাড়া কাণ্ডে রিপোর্ট জমা দেবেন বুদ্ধিজীবীরা৷ The post ‘রাজনৈতিক দলগুলি শকুনের মতো খেয়োখেয়ি করছে’, ভাটপাড়া দেখে মন্তব্য অপর্ণার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM Jun 27, 2019Updated: 05:34 PM Jun 27, 2019

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: শান্তির আরজি নিয়ে ভাটপাড়া পরিদর্শনে গেলেন বিশিষ্টজনেরা৷ বৃহস্পতিবার অপর্ণা সেন, কৌশিক সেন এবং চন্দন সেনরা সন্ত্রাসকবলিত এলাকায় যান৷ সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তাঁরা৷ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পর অপর্ণা সেনের আক্ষেপ, ‘রাজনৈতিক দলগুলি শকুনের মতো খেয়োখেয়ি করছে৷’

Advertisement

[ আরও পড়ুন: সামাজিক মতে বিয়ে করতে হবে, প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে তরুণী]

গত বৃহস্পতিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষের দিনই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া৷ মৃত্যু হয় ধরমবীর সাউ এবং রামবাবু সাউ নামে দুজনের৷ ওই ঘটনার পর সপ্তাহখানেক কেটে গিয়েছে৷ তবে উত্তপ্ত ভাটপাড়া এখনও পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি৷ এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের বুদ্ধিজীবীরা৷ তাই শান্তি ফেরানোর আরজি নিয়ে বৃহস্পতিবার অপর্ণা সেন, কৌশিক সেন এবং চন্দন সেনেরা ঘটনাস্থলে যান৷ কাঁকিনাড়া বাজার ঘুরে দেখেন তাঁরা৷ মাঝে সাংবাদিকদের উপর খানিকটা মেজাজও হারিয়ে ফেলেন অপর্ণা সেন৷ ওইদিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্যের খোঁজে বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন বুদ্ধিজীবীরা৷ ভোটের পর থেকে সংঘর্ষ লেগেই রয়েছে৷ পরিস্থিতি অশান্ত৷ গুলি-বোমার শব্দে রীতিমতো সন্ত্রস্ত এলাকাবাসী৷

তবে বৃহস্পতিবার বুদ্ধিজীবীদের দেখে কিছুটা হলেও যেন আশ্বস্ত হয়েছেন তাঁরা৷ নিজেদের পরিস্থিতির কথা বলতে গিয়ে অপর্ণা সেনের সামনে রীতিমতো হাউহাউ করে কেঁদে ফেলেন সন্ত্রাসকবলিত এলাকার এক বাসিন্দা৷ রাজনৈতিক নেতাকর্মীরা অত্যাচার করছে বলেই অভিযোগ করেন ওই মহিলা৷

[ আরও পড়ুন: মাদক বিরোধী দিবসের মিছিলে মদ্যপ অবস্থায় তাণ্ডব! বরখাস্ত সোনারপুরের আইসি]

ভাটপাড়ার বিধায়ক ছিলেন তৃণমূলের অর্জুন সিং৷ তাঁর আমলে এলাকার এতটুকু উন্নতি হয়নি বলেই অভিযোগ অপর্ণা সেনের৷ তিনি বলেন, ‘‘তৃণমূল এবং বিজেপি সংঘর্ষ বাঁধিয়েছে৷ তবে বর্তমানে সেটিকে হিন্দু-মুসলমান সংঘাত বলে ব্যাখ্যা করার চেষ্টা হচ্ছে৷ এলাকায় দোকানপাট বন্ধ৷ স্কুল খুলছে না৷ তা সত্ত্বেও রাজনৈতিক দলগুলি শকুনের মতো খেয়োখেয়ি করছে৷’’ যেভাবেই হোক এলাকায় শান্তি ফেরানোর আরজি জানিয়েছেন নাট্যকার চন্দন সেন৷ভাটপাড়া পরিদর্শনের পর বারাকপুর কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মার সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন বুদ্ধিজীবীরা৷ এ বিষয়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশের কথাও জানিয়েছেন তাঁরা৷ 

The post ‘রাজনৈতিক দলগুলি শকুনের মতো খেয়োখেয়ি করছে’, ভাটপাড়া দেখে মন্তব্য অপর্ণার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement