shono
Advertisement

Breaking News

খাস কলকাতায় ‘গণধর্ষণ’, স্বামী ও তার বন্ধুবান্ধবদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গৃহবধূ

বিহার থেকে চিকিৎসা করাতে কলকাতায় আসেন ওই গৃহবধূ।
Posted: 02:08 PM Mar 05, 2022Updated: 02:13 PM Mar 05, 2022

অর্ণব আইচ: স্বামী এবং তার বন্ধুবান্ধবদের বিরুদ্ধে গণধর্ষণের (Gangrape) অভিযোগে সরব এক তরুণী। বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় ওই তিনজন এই কাণ্ড ঘটায় বলে অভিযোগ। কাশীপুর রোডের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার তরুণীর স্বামী-সহ ৩ জন।

Advertisement

বছরদুয়েক আগে বিয়ে হয় ওই তরুণীর। তিনি আদতে বিহারের বাসিন্দা। কুড়ি বছর বয়সি ওই তরুণীর শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসা করানোর নামে ওই তরুণীকে বিহার থেকে কলকাতায় নিয়ে আসেন তাঁর স্বামী। কাশীপুর রোডের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেও শুরু করেন দু’জনে।

[আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে ট্যাংরার প্লাস্টিক কারখানায়, ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যায় দমকল]

তরুণীর দাবি, বৃহস্পতিবার রাতে ভাড়াবাড়িতে মদের আসর বসে। স্বামী-সহ মোট তিনজন মদের আসরে অংশ নেয় তারা। অভিযোগ, স্বামীর উপস্থিতিতেই মদ্যপ অবস্থায় তার দুই বন্ধু গৃহবধূকে ধর্ষণ করে। স্বামীও একই কাণ্ড ঘটায়। গণধর্ষণের ফলে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। তারপরই বিষয়টি জানাজানি হয়।

এরপরই স্বামী ও তার বন্ধুবান্ধবদের বিরুদ্ধে রুখে দাঁড়ান নির্যাতিতা। কাশীপুর থানার দ্বারস্থ হন। পুলিশের কাছে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ। ওই তরুণীর স্বামী ও তার বন্ধুবান্ধবদের গ্রেপ্তার করা হয়। শনিবারই আদালতে তোলা হবে তিনজনকে। মদের নেশার ঘোরে গণধর্ষণ নাকি মদের আসরে জুয়ায় হেরে এই কাণ্ড ঘটায় অভিযুক্তরা তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ১৫ মিনিট যাওয়া যাবে না শৌচালয়ে, মাধ্যমিকে প্রশ্নফাঁস ঠেকাতে কড়া পর্ষদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement