shono
Advertisement

আর্থিক বিবাদ নাকি অন্য কিছু? ভগবানগোলায় গৃহবধূকে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা

আটক গৃহবধূর স্বামী ও দেওর।
Posted: 09:51 AM Jun 30, 2021Updated: 09:54 AM Jun 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার ধার থেকে গৃহবধূর (Housewife) রক্তাক্ত দেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ভগবানগোলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্ষণ করে খুন নাকি অন্য কিছু, তা নিয়ে ধন্দে সকলেই। যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধর্ষণ নয়। পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছেন ওই গৃহবধূ। এই ঘটনায় মৃতার স্বামী ও দেওরকে আটক করেছে ভগবানগোলা থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করা সম্ভব বলেই মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

মৃতার নাম আলিয়া বিবি। তিনি মুর্শিদাবাদের ভগবানগোলার (Murshidabad’s Bhagwangola) কুঠিরামপুরের বাসিন্দা। মঙ্গলবার রাত দশটা নাগাদ রাস্তার ধারে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হইচই পড়ে যায়। এরপর দেহ শনাক্ত করেন স্থানীয়রা। তাঁরা জানান, ওই দেহটি এলাকারই বাসিন্দা বছর কুড়ির আলিয়া বিবির। খবর পৌঁছয় ভগবানগোলা থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, অভিযুক্তকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখল স্থানীয়রা!]

পুলিশ সূত্রে খবর, আলিয়ার গলায় গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। ধারাল কিছু দিয়ে গৃহবধূর গলায় কোপ মারা হয়েছে বলেই মনে করা হচ্ছে। কি কারণে গৃহবধূকে খুন হতে হল, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। প্রতিবেশীরা জানিয়েছেন, আলিয়ার স্বামী জুয়া খেলে। তাই সে প্রতিনিয়ত টাকার জন্য আলিয়াকে চাপ দিত। টাকা দিতে না পারলে অত্যাচারও হত। আর্থিক বিবাদের জেরেই আলিয়াকে তাঁর স্বামী খুন করেছে বলে অভিযোগ প্রতিবেশীদের। ওই গৃহবধূর স্বামী, দেওরকে আটক করেছে পুলিশ। তাদের জেরা করা হচ্ছে।

[আরও পড়ুন: রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষের দোরগোড়ায়, একদিনে মৃত ৩৫]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার