সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি জীবন বদলের স্বপ্ন দেখে মানুষ। যদিও বাস্তবে তা সম্ভব নয় বলেই মনে করা হয়। কিন্তু জীবন আবার সব সময় সরল খাতে চলে না, তার প্রমাণ কেরলের (Kerala) যুবক অটোচালক (Auto Driver) অনুপ। অনটনের জেরে ব্যাংক ঋণের আবেদন করেছিলেন সম্প্রতি। সেই আবেদন মঞ্জুরের দিনেই ২৫ কোটি টাকা লটারি (Lottery) জিতলেন তিনি। আচমকা এমন সৌভাগ্যে হতবাক অনুপ নিজেও।
পশ্চিমবঙ্গের মতো কেরলেও জনপ্রিয় লটারি। তার মধ্যেও ২৫ কোটি টাকা পুরস্কার মূল্যের ওনাম লটারি (Onam Lottery) আলাদা করে হিট। উৎসবের মরসুমে ভাগ্য বদলাতে বহু মানুষ এই লটারির টিকিট কেনেন। শনিবার সন্ধেবেলা সেই লটারির টিকিট কিনেছিলেন তিরুবন্তপুরমের (Thiruvananthapuram) বাসিন্দা পেশায় অটোচালক অনুপ। একবারে জ্যাকপট জেতার স্বপ্ন অবশ্য দেখেননি তিনি।যদিও অনটনের জেরে সম্প্রতি ব্যাংক ঋণের আবেদন করতে বাধ্য হয়েছেন তিনি। ৩ লক্ষ টাকার সেই ঋণ স্থানীয় সমবায় ব্যাংক অনুমোদন করে ওই শনিবার দিনেই। অন্যদিকে উপার্জন বাড়াতে কাজের খোঁজেও ছিলেন অনুপ। এখন আর তার প্রয়োজন নেই।
[আরও পড়ুন: জানা নেই হিন্দি, মহিলার সিট বদলালো ইন্ডিগো, বিমান সংস্থার বিরুদ্ধে সরব তেলেঙ্গানার মন্ত্রী]
যেহেতু বাস্তবেই রাতরাতি কোটিপতি হয়েছেন অনুপ। শনিবার ওনাম বাম্পারের দু’টি টিকিট কাটেন তিনি। টিকিটের জন্য ৫০০ টাকা কম পড়ছিল বলেও জানিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তা জোগাড় হয়। এর ফলে মালয়েশিয়ায় গিয়ে রান্নার কাজ করার প্রয়োজন রইল না, জানিয়েছেন অনুপ। বিদেশে যাওয়ার খরচের জন্যই ৩ লক্ষ টাকা ব্যাংক ঋণের আবেদন করেছিলেন। অনুপ বলেন, “মাঝমাঝেই টিকিট কিনতাম। কিন্ত এবার সরাসরি এজেন্সি থেকে টিকিট কিনব বলে ঠিক করি।” অটোচালক যুবক আরও জানিয়েছেন, নিয়মিত লটারির টিকিট কাটলেও কোনওদিন ২০০০ টাকার বেশি পুরস্কার জোটেনি। ফলে এবারে জ্যাকপট জেতার কথা স্ত্রী বললেও প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। হিসেব বলছে, ২৫ কোটি পুরস্কারে কর বিয়োগের পর ১৫ কোটি ৭৫ লক্ষ হাতে পাবেন অনুপ। একেই হয়তো বলে ভগবান যাকে দেয়…!
[আরও পড়ুন: অভিনন্দন বর্তমানের মিগ-২১ যুদ্ধবিমানকে বিদায় দিতে চলেছে বায়ুসেনা]
প্রসঙ্গত, লটারির টিকিটে কোটিপতি হওয়ার ঘটনা ইদানীং বাংলাতেও হচ্ছে। কদিন আগে তিরিশ টাকার টিকিট কেটে কোটিপতি হয়েছেন এক রাজমিস্ত্রির জোগাড়ে। পূর্ব বর্ধমান (Purba Burdwan) জেলার ভাতার থানার বাসুদা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল গত বৃহস্পতিবার সকালে লটারির টিকিট কেটেছিলেন। দুপুর নাগাদ টিকিট মেলাতে গিয়ে কার্যত চক্ষু চড়কগাছ তাঁর। প্রসেনজিৎ দেখেন টিকিটের প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছেন।