সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর ভারতের কনকনে শীতের কথা জানেন ভক্ত, পুরোহিতরা। অতএব, অযোধ্যা মন্দিরের রামলালাকেও সাধারণ পোশাকে রাখা যায় না! তাই বিশেষ ভাবে নকশা করে তৈরি হচ্ছে ভগবানের জন্য শীতপোশাক। এমনকী সরযূ তীরের শৈত্যপ্রবাহের কথা ভেবে রামলালার খাদ্যাভাসেও বদল আনার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কবে গায়ে শীতপোশাক জড়বেন রামলালা?
মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন, রামলালার জন্য গরম পোশাক তৈরি করছেন দিল্লির পোশাকশিল্পীরা। ২০ নভেম্বর যাবতীয় রীতি মেনে রামলালার গায়ে জড়ানো হবে বিশেষ শীতপোশাক। এর উপর থাকবে পশমিনা শালও। মন্দিরের দোতলায় রয়েছে রামলালার তিন ভাই এবং হনুমানের বিগ্রহ। তাদের জন্যও তৈরি করা হচ্ছে বিশেষ শীতপোশাক। শুধু পোশাক নয়, ভগবানের খাবারেও বদল আনা হচ্ছে।
গরমের কথা ভেবেই এতদিন রোজ রামলালার পাতে পড়ত দই। ২০ নভেম্বরের পর থেকে দই দেওয়া হবে না। বদলে রাবড়ি এবং শুকনো ফল দেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়াও অযোধ্যার তীব্র শীতের কথা ভেবে রোজ গরম জলে স্নান করানো হবে বিগ্রহকে। গর্ভগৃহে হিটার রাখারও ব্যবস্থাও হচ্ছে। মন্দিরের প্রধান মুখপাত্র আচার্য সত্যেন্দ্র দাস বলেন, "২০ নভেম্বর ভাল তিথি রয়েছে। ওই দিন থেকেই রামলালার ভোগে পরিবর্তন আনা হবে।"