মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদের জের। বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শ্যামপুরের নস্করপুর এলাকায়। ক্ষোভে ফেটে পড়েছে এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার নস্করপুরের বাসিন্দা ওই পড়ুয়া। রবিবার সন্ধেয় গোবিন্দপুর এলাকায় প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল সে। রাত ন’টা নাগাদ টিউশন পড়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় তার পথ আটকায় ৩ মদ্যপ যুবক। অভিযোগ, ছাত্রীর শ্লীলতাহানি করা হয়। ওই পড়ুয়া বাড়িতে গিয়ে তার বাবাকে বিষয়টা জানায়। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন তিনি। রবিবার রাতেই ওই দুষ্কৃতীদের কাছে যান নাবালিকার বাবা। ঘটনার প্রতিবাদ করেন।
[আরও পড়ুন: বিদ্যুৎ মন্ত্রীর তৎপরতায় আলো পেয়ে উচ্ছ্বসিত হলদিয়ার বিজেপি নেত্রী, বিলি করলেন লজেন্স]
অভিযোগ, সেই সময়ই তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় একটি মাঠে। সেখানে আরও মারধর করা হয়। খবর পেয়ে পরিবারের লোকেরা ও প্রতিবেশীরা ছুটে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে ঝুমঝুমি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তিনি ভরতি ছিলেন। সোমবার বিকেলে তিনি মারা যান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।