shono
Advertisement

পরকীয়া সন্দেহে খুন? পরিচিত মহিলার শ্বশুরবাড়িতে গিয়ে যুবকের মৃত্যুর কারণে ধোঁয়াশা

ওই মহিলা ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Posted: 11:10 AM Jul 13, 2021Updated: 12:00 PM Jul 13, 2021

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: এক মহিলার বাড়ির অদূরেই উদ্ধার যুবকের দেহ। ওই যুবকের সঙ্গে মহিলার দীর্ঘদিনের সম্পর্ক বলেই খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবককে খুন করেছে মহিলার স্বামী। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের চাঁদনগরের এই ঘটনায় পুলিশ ওই মহিলা এবং তার স্বামীকে গ্রেপ্তার করেছে। তাদের জেরা করে যুবকের রহস্যমৃত্যুর কিনারা সম্ভব হবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

নিহত যুবক পল্টু পুরকাইত। বছর একত্রিশের ওই যুবকের মা ছাড়া কেউ নেই। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এক নম্বর ব্লকের উস্তির খেলারামপুরের বাসিন্দা তিনি। তবে দিনকয়েক ধরে মায়ের সঙ্গে মগরাহাটের শেরপুর হালদারপাড়ায় মামার বাড়িতে থাকতেন পল্টু। জানা গিয়েছে, সোমবার সন্ধেয় চাঁদনগরে এক মহিলার শ্বশুরবাড়িতে যান পল্টু। অভিযোগ, ওই মহিলার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তাঁর। সেই সূত্রেই সোমবার তাঁর সঙ্গে দেখা করতে যান পল্টু। অভিযোগ, পল্টুকে দেখে নিজেকে সামলে রাখতে পারেননি মহিলার স্বামী। পল্টুকে বেধড়ক মারধর করে সে। এরপর তাঁকে বাড়ির অদূরে ঝুলিয়ে দেওয়া হয়। দেহ দেখতে পান স্থানীয়রা।

[আরও পড়ুন: কোভিডবিধি উপেক্ষা করে রথযাত্রায় ব্যাপক ভিড়! চাকায় পিষে মালদহে প্রাণ গেল এক শিশুর]

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্ত্রীর ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তা মানতে পারেননি মহিলার স্বামী। তাই প্রতিশোধ নিতেই যুবককে খুন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ ওই দম্পতিকে জেরা করছে। তাদের জেরা করেই আসল সত্যি সামনে আসবে বলেই আশা তদন্তকারীদের।

[আরও পড়ুন: ফের রাজ্যে শুটআউট, ভরসন্ধেয় পূর্ব বর্ধমানে তৃণমূল নেতাকে গুলি করে খুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার