সুমন করাতি, হুগলি: জামাইষষ্ঠী উপলক্ষে মাংস কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মাংসের দোকানে দাঁড়িয়ে থাকার সময় উলটো দিক থেকে একটি লরি ধাক্কা মেরে পালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হুগলির(Hooghly) গোঘাটের বেঙ্গাই এলাকার ঘটনা। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘাতক গাড়িটির চালক পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রতিক ঘোষ। তিনি গোঘাটের (Goghat) সেনাই গ্রামের বাসিন্দা। জামাইষষ্ঠী উপলক্ষে বাড়িতে দিদি,জামাইবাবু আসবেন সেই আনন্দে মাংস কিনতে আসেন যুবক। বেঙ্গাই এলাকায় মাংসের দোকানে ভিড় থাকায়, লাইনে দাঁড়িয়েছিলেন প্রতীক। সেই সময় হঠাৎ উলটো দিক থেকে আসা কোতুলপুরগামী একটি লরি তাঁকে ধাক্কা মারে। চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
[আরও পড়ুন: দেখা করার নামে প্রেমিকাকে অপহরণ ও খুনের চেষ্টা! প্রবল শোরগোল হাওড়ায়]
দুর্ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাসিন্দারা। রক্তাক্ত মৃতদেহ বেশ কিছুক্ষণ রাস্তাতেই পরে থাকতে দেখে প্রতিবাদে নামে স্থানীয়রা। বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অবরোধ তুলতে গেলে, মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবির পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা উন্নত করার দাবি তুলে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ ও অবরোধের জেরে প্রায় ঘণ্টা দেড়েক যানচলাচল বন্ধ হয়ে যায় আরামবাগ-বিষ্ণুপুর রাজ্য সড়কে। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘাতক লরিটি আটক করেছে। তবে পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।