শাহাজাদ হোসেন, ফরাক্কা: আর্থিক অনটন নিত্যসঙ্গী। তাই বয়সের পরোয়া না করেই সাইকেল চালিয়ে মুর্শিদাবাদ থেকে মক্কার উদ্দেশে রওনা হলেন সামশেরগঞ্জের নূরেমান শেখ। শুভেচ্ছা জানিয়েছেন সকলে।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা নূরেমান শেখ। বয়স ৫৫ বছর। মঙ্গলবার সকালে উত্তর মহম্মদপুরের বাড়িতে স্ত্রী, পাঁচ মেয়ে ও চার ছেলেকে বাড়িতে রেখেই মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রৌঢ়। পৌঁছতে লাগবে প্রায় ৬ মাস। তাই প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে পর্যাপ্ত টাকা ও খাবার নিয়ে রওনা হয়েছেন তিনি। নূরেমান শেখ জানান, হজ যাত্রা তাঁর স্বপ্ন। টাকা পয়সা না থাকায় জাহাজে হজে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাই স্বপ্ন পূরণে সাইকেল নিয়েই যাত্রা শুরু করেছেন তিনি।
[আরও পড়ুন: গোপনাঙ্গে লুকিয়ে পাচারের চেষ্টা, বনগাঁয় ৪৭ লক্ষ টাকার সোনা-সহ আটক মহিলা]
ওই প্রৌঢ় জানান, ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে মক্কায় পৌঁছতে সময় লাগবে মোট ৬ মাস। তবে তার জন্য প্রতিদিন ৪০ থেকে ৬০ কিলোমিটার সাইকেল চালাতে হবে তাঁকে। নূরেমান জানিয়েছেন, মসজিদে রাত্রি যাপন করবেন তিনি। এদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে, সাইকেল চালিয়ে হজ করার জন্য স্থানীয় বিডিও থেকে শুরু করে এসডিও, ডিএম অফিসেও আবেদন জানিয়েছিলেন নূরেমান শেখ। টাকার অভাবে ভিসা করতে পারেননি। এরপরই শুধুমাত্র ভারতের পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে মক্কা রওনা হন নূরেমান। পাকিস্তান বর্ডারে গিয়ে ভিসা সংক্রান্ত কথা বলবেন বলেই জানান নূরেমান। সুরাহা না হলে হজ যাত্রা অসমাপ্ত রেখেই ফিরবেন ঘরে।