shono
Advertisement

ডাক্তারি ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে প্রশ্ন, অবসাদে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

ময়নাতদন্তের রিপোর্ট পেয়েই পরবর্তী পদক্ষেপ, জানিয়েছে পুলিশ৷ The post ডাক্তারি ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে প্রশ্ন, অবসাদে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান appeared first on Sangbad Pratidin.
Posted: 05:46 PM Mar 28, 2019Updated: 09:00 PM Mar 28, 2019

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: এমবিবিএস পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেলেঘাটা সিআইটি রোড এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই পড়ুয়া। অনুমান, সেই অবসাদ থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বছর কুড়ির ছাত্র৷

Advertisement

[আরও পড়ুন: ‘কোমর বেঁধে কাজে নামো’, প্রচারে দলীয় কর্মীদের বার্তা দিতে অভিনব কাজ বিজেপি প্রার্থীর]

সূত্রের খবর, বেলেঘাটার বাসিন্দা শুভজিৎ মাঝি। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই যুবক। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হঠাৎই বেলেঘাটায় বাড়ির সামনে শুভজিৎকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ডাক্তারি ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর চোট রয়েছে ওই মেডিক্যাল পড়ুয়ারা। শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙেছে শুভজিতের।

[আরও পড়ুন: অভিযোগের বদলে cVIGIL-এ মানিব্যাগের সেলফি, নাজেহাল কমিশন]

মৃত ছাত্রের পরিবারের দাবি, প্রথম বর্ষে পড়াকালীন কলেজে হেনস্তার শিকার হন ওই পড়ুয়া। এরপর থেকেই ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়ে । জানা গিয়েছে, বাড়িতে সারাদিন একাই থাকতেন শুভজিৎ। অনিয়মিতভাবে কলেজে যেতেন৷ একাধিকবার পরিবারের তরফে  এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা হয়। তাতে কাজ না হওয়ায়, মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন ওই ছাত্রের বাবা-মা। তবেও তাতেও সে অর্থে কোনও কাজ হয়নি। এদিনের ঘটনার পর বেলেঘাটা থানার পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। এবিষয়ে জানতে যুবকের বন্ধু-বান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। পুলিশের তরফে জানান হয়েছে, পরিবারের তরফে যে ব়্যাগিং-এর অভিযোগ আনা হয়েছে, তার সত্যতা যাচাইয়ের জন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। তবে, পড়ুয়ার মৃত্যুর ঘটনাটি আদৌ আত্মহত্যা কিনা তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই পড়ুয়ার মৃত্যুর কারণ জানা যাবে, জানিয়েছেন তদন্তকারীরা।  তারউপর ভিত্তি করেই শুরু হবে তদন্ত। মেধাবী ছাত্রের এমন পরিণতিতে কান্না আর বাঁধ মানছে না পরিবারের সদস্যদের৷ শোকাহত শুভজিতের সহপাঠীরাও৷                     

The post ডাক্তারি ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে প্রশ্ন, অবসাদে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement