shono
Advertisement

ওড়িশায় কাজে যাওয়াই কাল, সাপের ছোবলে প্রাণ গেল সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
Posted: 06:57 PM Sep 14, 2023Updated: 06:57 PM Sep 14, 2023

শাহাজাদ হোসেন, ফরাক্কা: ওড়িশায় কাজে যাওয়াই কাল। বিষধর সাপের ছোবলে প্রাণ গেল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম আজিজুর রহমান। বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের গাজিনগর-মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের নতুন মালঞ্চ সাইফুন কলোনিতে। বেশ কিছুদিন আগে সামশেরগঞ্জের সাইফুন কলোনি থেকে রাজমিস্ত্রির কাজের জন্য ওড়িশায় যান আজিজুর। অন্যান্যদিনের মতোই বুধবার রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন আজিজুর। জানা গিয়েছে, সেই সময়ই সাপ ছোবল দেয়। সহকর্মীরা টের পেয়ে তড়িঘড়ি তাঁকে কটক হাসপাতালে নিয়ে যান। তবে পথেই মৃত্যু হয় আজিজুরের।

[আরও পড়ুন: ঝালদা পুরসভায় কংগ্রেসের ধাক্কা, উপপুরপ্রধানের পদ থেকে ইস্তফা পূর্ণিমা কান্দুর]

জানা গিয়েছে, বৃহস্পতিবার ওড়িশা থেকে দেহ রওনা দিয়েছে মুর্শিদাবাদের উদ্দেশে। আগামিকাল গ্রামে এসে পৌঁছবে দেহ। এদিকে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া গ্রামে। উপার্জনকারী সদস্যের প্রাণ কেড়েছে সাপ। ভবিষ্যৎ কী? কীভাবে চলবে সংসার, তা নিয়ে দুশ্চিন্তায় মৃতের প্রতিবেশীরাও।

[আরও পড়ুন: সরকারি প্রকল্পে ৭০ লক্ষের দুর্নীতি! প্রাক্তন TMC পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দায়ের FIR]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement