শাহাজাদ হোসেন, ফরাক্কা: বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক কিশোর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কায়। কিন্তু ওই এলাকায় কীভাবে এল বোমা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বছর ১১-এর ওই কিশোরের নাম কিসমত শেখ। তিলডাঙ্গা হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া সে। পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। লকডাউনের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় তাই সোমবার সকালে কাগজ কুড়োতে বেরিয়েছিল সে। ফরাক্কার জানিমোড়ে কাগজ কুড়োনোর সময় প্লাস্টিকে মোড়া বল জাতীয় একটি জিনিস সে দেখতে পায়। স্বাভাবিকভাবেই বল ভেবে সেটিকে হাতে তুলে নেয় কিসমত। তখন ঘটে অঘটন। তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। কিছু বোঝার আগেই ছিন্নভিন্ন হয়ে যায় কিসমতের ডান হাতের বেশ কয়েকটি আঙুল।
[আরও পড়ুন: শিয়রে ভোট, ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এ সপ্তাহেই চালু ‘দুয়ারে সরকার’ কর্মসূচি]
বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই ওই কিশোরকে নিয়ে যাওয়া হয় বেনিয়া গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় জঙ্গিপুর হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ। কীভাবে ওই এলাকায় বোমা এল। এর পিছনে কাদের যোগ? তবে কি আশেপাশেই কোথাও মজুত করা হচ্ছে বোমা? কারণ কি একুশের নির্বাচন? এসব একাধিক প্রশ্নের উত্তরের সন্ধান করছে পুলিশ। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন জখম কিশোরের মা রিমা বিবি।দাবি
জানিয়েছেন যথাযথ তদন্তের।