shono
Advertisement

Breaking News

দেবীপক্ষে উমার আরাধনায় তৈরি লন্ডন দুর্গোৎসব কমিটি

শারদীয়ার আনন্দে মাতোয়ারা প্রবাসী বাঙালিরাও।   The post দেবীপক্ষে উমার আরাধনায় তৈরি লন্ডন দুর্গোৎসব কমিটি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:32 PM Oct 14, 2018Updated: 02:32 PM Oct 14, 2018

বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে দুর্গাপুজো অন্যতম শ্রেষ্ঠ উৎসব। শহর কলাকাতার পাশাপাশি গোটা রাজ্য তথা দেশও দুর্গা আরাধনায় মেতেছে। উৎসবপ্রিয় বাঙালি যেখানেই যায় সেখানেই পার্বণের আয়োজন হয়ে যায়। তাই অন্যান্য বছরের মতো এবারেও উমার আরাধনায় মেতেছেন লন্ডনের বাঙালিরা। মহা উৎসাহে চলছে পুজোর আয়োজন। প্রবাসের পুজোর খবর নিয়ে হাজির sangbadpratidin.in। আজ রইল লন্ডন দুর্গোৎসবের খবর।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পঞ্চমীতে যখন উমার আগমন ধ্বনিতে মুখর শহর কলকাতা তখনও কর্মব্যস্ত লন্ডন। উইকএন্ডে পুজোর বাজার পর্ব মেটানোর কাজ চলছে। ১৭ তারিখ অর্থাৎ বুধবার থেকে শুরু হয়ে যাবে লন্ডন দুর্গোৎসব। পঞ্জিকা মতে নির্দিষ্ট নির্ঘণ্টে পুজো শুরু না হলেও পাঁচ দিনের আনন্দ থেকে কিন্তু প্রবাসী বাঙালি নিজেদের বঞ্চিত করতে রাজি নন। তাই আগেভাগেই কাজকর্ম গুছিয়ে রেখেছেন। লন্ডন দুর্গোৎসব এবছর ৫৫ বছরে পড়ল। এবার তাই কুমোরটুলি থেকে নতুন প্রতিমা পৌঁছেছে বিলেতে। বুধবার থেকে সেই প্রতিমাই প্রবাসী বাঙালির পুজো পাবেন।

ক্যামডেন আইরিশ সেন্টারে আয়োজিত এবারের লন্ডন দুর্গোৎসবের অনুষ্ঠানে কী কী থাকছে? বিশদে জানালেন পুজো কমিটির কোষাধ্যক্ষ মৈনাক রায়। বুধবার মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠান দিয়েই পুজোর সূচনা হচ্ছে। এই অনুষ্ঠানেই রয়েছে শ্রীশ্রীচণ্ডী বা দুর্গা সপ্তদশী থেকে গৃহীত দেবী চণ্ডীর স্তোত্র বা চণ্ডীপাঠ, বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সংগীত এবং পৌরাণিক কাহিনির নাট্যরূপ। লন্ডন ও কলকাতার প্রখ্যাত শিল্পীরাই এই নাটকে উপস্থাপনায় থাকবেন। পুজোর কদিন নাটকের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। পুজোয় লন্ডনে গান গাইতে আসছেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যা। থাকছে নৃত্যানুষ্ঠানও।

[এবার পুজোয় আপনিও দুর্গা কিংবা অসুর, জানেন কীভাবে?]

লন্ডনে বাঙালির সংখ্যা কম নেই। তাই শরৎ এলে উমার আরাধনায় কোনও ঘাটতি পড়ে না। সবমিলিয়ে লন্ডন দুর্গোৎসবের একটা খ্যাতি রয়েছে। এবারের পুজোর থিম ‘দূরের দুর্গা।’ বিলেতের বাঙালিরা আজও পুজো এলে শৈশবের সুখস্মৃতিতেই আনন্দঘন মুহূর্ত খুঁজে নেন। তাই পুজোর আড্ডায় ফেলে আসা সুখস্মৃতি রীতিমতো আলোচ্য বিষয় হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হবে না। অনুষ্ঠানসূচি অনুযায়ী বৃহস্পতিবার থাকছে বাংলা গানের বৈঠকী আড্ডা। সেখানে নিধুবাবুর টপ্পা বা যজ্ঞেশ্বরীর গান থাকবে। লক্ষ্মীর পাঁচালী, রামকৃষ্ণ কথামৃত,  গণসংগীতের পাশাপাশি অনুপম রায়, অরিজিৎ সিংয়ের প্রেমের গান নিয়েই বৈঠকী আড্ডা সাজানো হয়েছে।

দশমীতেই রয়েছে রেজওয়ানা চৌধুরি বন্যার গান। দশমী মানেই বিষাদের সুর। সঙ্গে পুজোর আনন্দে ইতি। আবারও এক বছরের অপেক্ষা। তবে শুধু অপেক্ষা নয়, সেই সঙ্গে আগামী বছরের পুজোর প্রস্তুতিও শুরু।  

[উমার স্বপ্নাদেশে এই বাড়ির বউরাই দেবী, কেন জানেন?]

The post দেবীপক্ষে উমার আরাধনায় তৈরি লন্ডন দুর্গোৎসব কমিটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement